• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি

খালেদার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের রহস্যময় তৎপরতা

বরগুনার আলো

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বিএনপি নেতারা। তার চিকিৎসা ইস্যুতে বিএনপি নেতাদের রহস্যময় তৎপরতার কারণে রাজনৈতিক অঙ্গনে চলছে কানাঘুষা।
সবশেষ জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক। তিনি গুরুতর অসুস্থ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেগম খালেদা জিয়া যদি অসুস্থ হয়ে থাকেন এবং তার অবস্থা যদি সংকটাপন্ন হয় তাহলে বিএনপির উচিত তার জন্য দোয়া করা বা তার রোগ মুক্তি কামনা করা। কিন্তু তার সঙ্গে সরকার পতনের কী সম্পর্ক আছে সেটি বোধগম্য নয়। আবার বেগম খালেদা জিয়া যদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই থাকেন তাহলে এরকম সময় বিএনপি কেন বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি পালন করছে। তাহলে কি খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন বিএনপির নেতৃবৃন্দ?-এমন প্রশ্ন দিনদিন জোরালো হচ্ছে।

সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসার দেখভাল করছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা সিঁথি। শর্মিলা সিঁথি, শামীম ইস্কান্দার এবং বোন সেলিমা রহমান ছাড়া বিএনপির অন্য কোনো গুরুত্বপূর্ণ নেতাকে খালেদা জিয়ার পাশে দেখা যাচ্ছে না। এমনকি খালেদা জিয়াকে নিয়মিত দেখতে যাওয়ার সৌজন্যতাটুকুও বিএনপির নেতারা দেখাচ্ছেন না।

বেগম জিয়ার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তারেক রহমানের অনুমতি লাগে। তারেক যাকে যেভাবে বলছেন তার বাইরে কেউ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারছেন না। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা যে স্বাধীনভাবে কাজ করবেন সেই ক্ষমতাও তাদের নেই। কারণ, যেকোনো চিকিৎসা প্রটোকল দেওয়ার আগে লন্ডনে টেলিফোন করতে হচ্ছে, তারেকের স্ত্রী ডা. জোবাইদার সঙ্গে পরামর্শের পরই খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, রাজনীতি এবং অসুস্থতা দুটি আলাদা বিষয়। খালেদা জিয়ার অসুস্থতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটির মধ্যে রাজনীতি আনার দরকার কী? অথচ খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারা সেই রাজনীতিই করছেন। ফলে তাদের রহস্যময় তৎপরতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

বরগুনার আলো