• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি

খালেদার মুক্তি ইস্যুতে মন্তব্যহীন মিলার, কি করবেন ফখরুল?

বরগুনার আলো

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি থেকে বলা হয়েছে, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছেন। তাকে অতি দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া দরকার।

তার মুক্তির বিষয়ে সরকার সংশ্লিষ্টরা বলছেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। এতে সরকারের কিছুই করার নেই। পুরোটাই রাষ্ট্রের এখতিয়ার। তাহলে সরকারকে কেন আল্টিমেটাম দেওয়া হচ্ছে?

এর আগে গত রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে আল্টিমেটাম দেওয়া হয়।

এ অবস্থায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক বিরোধী দল তাদের দলের চেয়ারপারসনকে মুক্তি দিতে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির বিষয়ে আপনার অবস্থান কী?

জবাবে মিলার বলেন, এটা নিয়ে আমার কোনও মন্তব্য নেই। এটিকে তিনি বাংলাদেশের আদালতের বিষয় ধরেই এড়িয়ে গেছেন।

এ অবস্থায় আল্টিমেটাম দিয়ে চরম বেকায়দায় পড়েছেন দলের মহাসচিব। তার দেয়া আল্টিমেটামকে তোয়াক্কাই করেনি মার্কিন প্রশাসন। ফখরুলের হুমকির পর তাকে সরব সমর্থনও দিতে দেখা যায়নি কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীদের। ফলে একপ্রকার লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছেন তিনি। এখন করনীয় কি সেটি জানা যাবে তার পরবর্তী সংবাদ সম্মেলনে।

তবে নাম না প্রকাশ করার শর্তে স্থায়ী কমিটির এক নেতা বলছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এর আগে ‘১০ ডিসেম্বরের পরে দেশ চলবে খালেদা জিয়ার কথায়’ এমন বক্তব্য দিয়ে দলকে হাস্যরসের খোরাক বানিয়েছিলেন। এবার আমাদের মহাসচিব যে বক্তব্য দিয়েছেন তা নেতাকর্মীদের কাউকেই সেভাবে গ্রহণ করতে দেখা যায়নি। কারণ আন্দোলনে নামার পর যদি তা এগিয়ে না নেয়া যায় সেটি আমাদের জন্য লজ্জার।

তিনি আরো বলেন, আমান সাহেব ও ফখরুল সাহেবের এমন বক্তব্য না প্রদান করে উচিত দলকে গোছানো এবং ম্যাডামের স্বাস্থ্যের উন্নতি নিয়ে ভাবা। দল যতোটুকু গুরুত্বপূর্ণ, ঠিক ততোটাই গুরুত্বপূর্ণ দেশনেত্রীর আরোগ্য লাভ।

বরগুনার আলো