• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

রবিউল আউয়াল মুমিনের সৌভাগ্যের হাতছানি

বরগুনার আলো

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১  

আজ ঈদে মিলাদুন্নবী। ১২ রবিউল আউয়াল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেলাদাত (জন্ম), নবুয়ত, হিজরত এবং ওফাসের স্মরণীয় মাস এটি। নানা কারণে মাসটি মুমিন মুসলমানের জন্য সৌভাগ্যের হাতছানি। বিশ্বনবির আদর্শে অনুপ্রাণিত হয়ে বছরজুড়ে সঠিক পথে চলার অনুপ্রেরণাও রবিউল আউয়াল।

রবিউল আউয়ালে প্রিয় নবির আদর্শের অনুসরণ ও অনুকরণ বাদ দিয়ে জন্ম উৎসবে মেতে ওঠা, র‌্যালি সমাবেশ করলে ঈমানের হক আদায় হবে না। হওয়া যাবে না পরিপূর্ণ ঈমানদার। পরিপূর্ণ ঈমানদার হওয়ার অন্যতম শর্ত হলো- সুন্নাতের অনুসরণে জীবন পরিচালনা করা। কেননা হাদিসে এসেছে-
‘সে ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তার পিতা-মাতা, সন্তান থেকে বেশি ভালোবাসবে। অর্থাৎ পিতামাতা-সন্তান থেকেও প্রিয় নবিকে বেশি ভালোবাসতে হবে।’

আর এ ভালোবাসায় আল্লাহর ভালোবাসাও বিদ্যমান। আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসার ধরন কেমন হবে তা সুস্পষ্ট করে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা নিজেই। তিনি বলেছেন-
‘(হে রাসুল!) আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার অনুসরণ কর। তাহলেই আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। আল্লাহ তাআলা তোমাদের গোনাহ ক্ষমা করে দেবেন। আর এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নদী প্রবাহিত।’ (সুরা আল-ইমরান : আয়াত ৩১)

সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণে জীবন সাজানো। কোরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা। রবিউল আউয়াল মাসই মুমিন মুসলমানের জন্য এ অনুপ্রেরণা ও শিক্ষা পাওয়ার অন্যতম উপায়।

রবিউল আউয়াল যেমন কবি নজরুলের কবিতার সঙ্গে মিলে না যায়। র‌্যালি-সমাবেশ কিংবা জুলুসের মধ্যেই সীমাবদ্ধ না থাকে বরং তা যেন সুন্নাতে নববির আদর্শে হুবহু নিজেকে তৈরি করার সুযোগ তৈরি হয়। এমনটি যেন না হয়-
‘রবিউল আউয়াল এলে তোমারই গান গাই; রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই’

সুতরাং মুসলিম উম্মাহর জন্য রবিউল আউয়াল হোক সর্বোচ্চ আবেগ অনুভূতি ও ভালোবাসার মাস। প্রিয় নবির আদর্শ অনুসরণ ও অনুকরণ করে জীবন গঠনের মাস। যে আবেগ ও ভালোবাসায় মুমিন গাইবে-
রবিউল আউয়াল এসেছে ..
শান্তি সুখের চাঁদ হেসেছে।
আল্লাহর ধ্যানের ছবি এসেছে ...
আমার প্রাণের নবি এসেছে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবির আদর্শ অনুসরণ ও অনুকরণ করার মাধ্যমে রবিউল আউয়ালের সৌভাগ্য পাওয়ার তাওফিক দান করুন। রবিউল আউয়ালের রহমত ও বরকতে ভরে উঠুক মুমিন মুসলমানের জীবন। আমিন।

বরগুনার আলো