• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিতে গ্রহাণুর আঘাত!

বরগুনার আলো

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১  

হঠাৎ জ্বলে ওঠে সৌরজগতের গ্যাস জায়ান্ট জুপিটারের একটি ছোট অংশ। আর এই ঘটনাই ক্যামেরাবন্দি করেন ব্রাজিলের নতুন জ্যোতির্বিজ্ঞানী। ব্রাজিলের হোসে লুইস পেরেইরা হঠাৎ ছবি তোলেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির গায়ের ছোট্ট ঝিলিক।

জোভিয়ান গ্রহের বায়ুমণ্ডলে আরেকটি মহাকাশের গ্রহাণুর ভয়াবহ মৃত্যু হলো। হোসে জানান, বেশ কিছুদিন হলো গ্রহগুলো পর্যবক্ষেণ করছেন তিনি। বৃহস্পতি, শনি আর মঙ্গল যখন ব্যতিক্রম দিকনির্দেশনায় অবস্থান করছিল, তখনই এই গ্রহগুলোর ছবি তোলার চেষ্টা করেন তিনি। বিশেষ করে রাতের আকাশে জুপিটারকে পর্যবেক্ষণ করেন তিনি।
 
এই সপ্তাহে ব্রাজিলের সাও পাওলোর একটি স্থানে পেরেইরা নিজের ক্যামেরা নিয়ে অন্যান্য রাতের মতোই বসে ছিলেন। জুপিটারের ছবি তোলাই ছিল তার উদ্দেশ্য। ক্যামেরা তাকও করে রেখেছিলেন। হঠাৎ আলোর ঝলকানি দেখতে পান তিনি জুপিটারের গায়ে।
 
রাতের আকাশে বিশাল এই গ্যাস জায়ান্টের গায়ে আলোর ঝলকানি বেশ স্পট ছিল। আবহাওয়া খুব একটা ভালো ছিল না। তারপরও জুপিটারের বিরতিহীন ২৫টি ভিডিও করেন তিনি। হোসে জানান, এটা তার জন্য বিস্ময়কর। হঠাৎ এই গ্রহে আলোর ঝিলিক দেখতে পান তিনি। শুরুর দিকে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু দেখে যাচ্ছিলেন কি হয়। ক্যামেরা তাক করে রেকর্ডে রেখেই শুয়ে পড়েন তিনি।
 
পরদিন সকালে দেখেন কি ভিডিও হয়েছে। ভিডিওতে জুপিটারের গায়ে আলোর ঝিলিক দেখে তিনি আরও জ্যোতির্বিদদের খবর দেন। তারাই জানান, যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন হোসে।
 
গ্রহাণু বেল্টের বেশ কাছেই জুপিটারের অবস্থান। তাছাড়া জুপিটারের মাধ্যাকর্ষণ শক্তিও অনেক শক্তিশালী। অনেক সময়ই আলোর ঝিলিক দেখা যায় এই গ্রহে। ১৯৯৪ সালে কমেট শুমেকার লেভি নাইন জুপিটারের গায়ে ভেঙে পড়ে।
 
বড় একটি স্পট তৈরি হয়, যেটি কয়েক মাস স্থায়ী ছিল। ১৫ বছর আগে আরেকটি আলোর ঝিলিক দেখা গেছে জুপিটারে। প্রশান্ত মহাসাগরের আকারের একটি গ্রহাণু জুপিটারের বায়ুমণ্ডলে গেছে। সে সময়ও বড় আলোর ঝলকানি দেখা গেছে এই গ্যাস জায়ান্টে।
 
মূলত এই গ্যাস জায়ান্টের আশপাশে কিংবা বায়ুমণ্ডলে কোনো গ্রহাণুই টিকতে পারে না, গায়েব হয়ে যায়। এভাবেই সৃষ্টির শুরু থেকে গ্রহাণুর গতিপথ পরিবর্তন করে পৃথিবীকে রক্ষা করছে বৃহস্পতি।

বরগুনার আলো