• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পৃথিবীর পাশ দিয়ে যাবে স্ট্যাচু অব লিবার্টির চেয়ে বড় গ্রহাণু!

বরগুনার আলো

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১  

পৃথিবীর আশপাশে ঘুরতে থাকা গ্রহাণুগুলো প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে থাকে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই মহাকাশের পাথরটি স্ট্যাচু অব লিবার্টির আকারের তিনগুণ বড়। এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে '২০২১ এনওয়াইওয়ান'।

নাসার বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহাণু পৃথিবীকে আঘাত করবে না। কিন্তু এটিকে এখনো পৃথিবীর নিকটবর্তী একটি গ্রহাণু বিবেচনা করা হচ্ছে। সূর্য থেকে ১৯ কোটি কিলোমিটার দূরে এই গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করবে। এই গ্রহাণু পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে থেকেই পৃথিবী অতিক্রম করার কথা রয়েছে। পৃথিবী আর চাঁদের দূরত্বের চারগুণ দূরে থেকে এই গ্রহাণু পৃথিবীকে অতিক্রম করবে।

এই গ্রহাণুকে পৃথিবী বা পৃথিবীর প্রাণীদের জন্য কোনো হুমকি হিসেবে দেখছেন না নাসার বিজ্ঞানীরা। নাসার একটি প্রতিনিধিদল প্রতিনিয়ত এই গ্রহাণু পর্যবেক্ষণ করছেন, ভবিষ্যতে এই গ্রহাণু গতিপথ বা কক্ষপথ পরিবর্তন করে কিনা, সে বিষয়ে সতর্ক থাকছেন।
 
পৃথিবীর পাশ দিয়ে যাবে কিনা বা পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হবে কি না, সে বিষয়টি তদরকি করছে নাসার প্রতিনিধিদল। এই গ্রহাণু পর্যবেক্ষণ করে দেখা যায়, গ্রহাণুটি সৌরজগতের শুরুর দিকের বিভিন্ন তথ্য ধারণ করতে পারে।

এ ধরনের পাথুরে গ্রহাণুগুলো সৌরজগত সৃষ্টির সময় সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রহাণু '২০২১ এনওয়াই ওয়ান' একটি বিশাল পাথর, যেটির আকার হতে পারে ১৩০ থেকে ৩০০ মিটার। যেটি স্ট্যাচু অব লিবার্টির আকারের তিনগুণ বড়। মহাকাশে এই গ্রহাণুর গতিবেগ ঘণ্টায় ৩৩ হাজার কিলোমিটার। শব্দের গতিবেগের তুলনায় ২৭ গুণ বেশি দ্রুতগতিতে ধেয়ে আসছে এ গ্রহাণু।
 
গতিবেগ আর অবস্থান যতই পর্যবেক্ষণ করা হোক, নিশ্চিত হয়ে কেউ বলতে পারে না এই গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যেতে যেতে পৃথিবীর বায়ুমণ্ডলে বিধ্বস্ত হবে কিনা, বা পৃথিবীর ভূপৃষ্ঠে আঘাত করবে কিনা। এই গ্রহাণু নিয়ে এখন পর্যন্ত ১ হাজার গ্রহাণু অতিক্রম করবে পৃথিবীর পাশ দিয়ে।
 
এদিকে নাসার বিজ্ঞানীরা আরেকটি গ্রহাণুর কথা বলছেন। অ্যাপোফিস নামের এই গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়েই যাবে কিন্তু অন্তত শত বছর পৃথিবীকে আঘাত করবে না। ২০২৯ সালের ১৩ এপ্রিল শুক্রবার অ্যাপোফিস পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে।
 
৩৪০ মিটার আকারের এই গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডল থেকে মাত্র ৩১ হাজার কিলোমিটার দূর দিয়ে যাবে। এই দূরত্ব অনেক স্যাটেলাইটের দূরত্বের চেয়েও কম। অ্যাপোফিসের বিশাল আকারের জন্য এই গ্রহাণু খালি দেখবেন পৃথিবীর ২০০ কোটি মানুষ।

বরগুনার আলো