• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২০ ১৪৩০

  • || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি

বৃষ্টির পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে চ্যাম্পিয়ন ৩ খুদে উদ্ভাবক

বরগুনার আলো

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২  

বৃষ্টির পানি সংরক্ষণ করে তা থেকে করা হবে বিদ্যুৎ উৎপাদন। সেই বিদ্যুৎ দেশের কাজে লাগবে। এমন প্রকল্প তৈরি করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী। তারা হলো- শাহ আহনাব আবিদ আলভী, মো. ফারজীদ রহমান ও ইনান কবীর। এ প্রকল্প বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত ‘প্রথম জাতীয় পরিবেশ উৎসব ২০২২’-এ প্রদর্শিত হয়, যা দিয়ে বাজিমাত করেছেন খুদে তিন উদ্ভাবক। উৎসবের জুনিয়র ক্যাটাগরিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে।

গত আগস্টে ‘প্রথম জাতীয় পরিবেশ উৎসব ২০২২’ অনুষ্ঠিত হয়। তবে শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বুয়েটের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে এ উৎসবের পুরস্কার বিতরণ করা হয়। এতে অতিথিরা খুদে এ উদ্ভাবকদের হাতে চ্যাম্পিয়নের পুরস্কার তুলে দেন।

আরএফএল গ্রুপের টেল প্লাস্টিকের অর্থায়নে ও ইনভাইরনমেন্ট ওয়াচের সহযোগিতায় ‘ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

চ্যাম্পিয়ন দলের সদস্য শাহ আহনাব আবিদ আলভী বলে, ‘আমরা রেইন ওয়াটার হারভেস্টিংয়ের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প করেছি। সেটি নিয়ে প্রতিযোগিতায় অংশ নিই। প্রকল্পে দেখিয়েছি, কীভাবে বৃষ্টির পানি মজুত করে টার্বাইন ব্যবহার করে তা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। সেই পানি আমরা আবার রিসাইক্লিং করে ব্যবহার করতেও পারি। টার্বাইন ঘুরে যখন ওয়াটারফ্লু হয়ে যাবে, সেটা পুকুরে ব্যবহার করতে পারবো। একটা টার্বাইন জেনারেটর দিয়ে সারাদিন চলতে পারে না। তবে এ প্রকল্পের মাধ্যমে আমরা সেটা করে দেখাতো পারবো।’

দলের আরেক সদস্য মো. ফারজীদ রহমান বলে, ‘স্কুলে যখন এমন একটি প্রতিযোগিতার কথা জানানো হয়, তখন এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই। আমরা সবসময় আগ্রহী থাকি সায়েন্স প্রজেক্টে অংশ নিতে। তিনজন চিন্তা-ভাবনা করি এবং এ ধরনের একটা প্রজেক্ট নির্ধারণ করি। এতে দেশের অনেক উপকারও হবে।’

এ দলের অন্য সদস্য ইনান কবীর। সে বলে, ‘প্রথমবারের মতো জাতীয় পরিবেশ উৎসব আয়োজনে অংশ নিয়েছি। মূলত অভিজ্ঞতা অর্জনের জন্যই আমরা এখানে আসি, চ্যাম্পিয়ন হতেই হবে এমন জেদ করে নয়। প্রজেক্টের পুরস্কার হিসেবে যে অর্থ পেয়েছি, তা দিয়ে আরও ভালো কোনো প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করবো।’

গত আগস্টে ‘প্রথম জাতীয় পরিবেশ উৎসব ২০২২’-এর আয়োজন করা হয়। এতে ১৬ ইভেন্টে দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ২৮১ জনকে পুরস্কৃত করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাজহারুল ইসলাম খান, ঢাকা জেলার উপ-পরিচালক বিরাজ চন্দ্র সরকার, আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক কামরুল হাসান, আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) বশির উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর মতিঝিল ইউনিটের থানা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসী বেগম।

দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (এডিসি) শাহনাজ সুলতানা, বুয়েটের অধ্যাপক ড. মফিজুর রহমা, জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম জিয়াউল হক প্রমুখ।

বরগুনার আলো