• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কাল পর্যটন শিল্পের প্রসারে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শপথ নিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম

আইফোন ১৫-এর ক্যামেরায় যেসব পরিবর্তন আসছে

বরগুনার আলো

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩  

১২ সেপ্টেম্বর আসছে আইফোন ১৫। নতুন আইফোন নিয়ে অ্যাপলপ্রেমীদের ঘুম নেই। পুরোবিশ্বে রয়েছে আইফোন নিয়ে বাড়তি এক উন্মাদনা। এবার অ্যাপল একসঙ্গে ৫ আইফোন আনছে বাজারে। যেগুলো হবে আগেরগুলো থেকে অনেক উন্নত।

আইফোন ১৫ সিরিজে পুরোনো মডেলের থেকে বেশ কিছু বদল করতে চলেছে কোম্পানি। প্রথমত স্মার্টফোনের ওজন ১০ শতাংশ কম হতে চলেছে। আঙুলের ছাপ যাতে না পরে সেজন্য ফোনে ব্রাশড ফিনিশ থাকবে।

শোনা যাচ্ছে, এই আইফোন সিরিজে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট থাকতে পারে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ হবে আইফোন ১৫। আইফোন ১৫ প্রো-তে একটি টাইটানিয়াম ফ্রেম ও গোলাকার টপ নচের সঙ্গে আসবে। এখন পর্যন্ত আইফোনে শার্প এজ পাওয়া যাচ্ছে।

অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক টিপস্টার মাজিন বু টুইটারে জানিয়েছেন, এবার অ্যাপল ৪টির পরিবর্তে ৫টি আইফোন লঞ্চ করতে পারে। কোম্পানি ৬জিবি র্যাম এবং ১টিবি স্টোরেজ সহ আইফোন ১৫ প্রো ম্যাক্স লঞ্চ করতে পারে। এর সঙ্গে ৮জিবি র্যাম এবং ২টিবি স্টোরেজ সহ বাজারে আইফোন ১৫ আল্ট্রা লঞ্চ করতে পারে।

এবারের আইফোনগুলোতে মিলবে এ১৭ বায়োনিক চিপসেট। যা পারফরম্যান্স কয়েকগুণ বাড়িয়ে তুলবে বলে আশা অ্যাপেলের। ম্যাক রুমর্সের প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৫-তে মিলবে নতুন অ্যাকশন বাটন। যা কাস্টমাইজ করা যাবে যেমন ফোকাস মোড অন করা, ফোন সাইলেন্স করাম ফ্ল্যাশলাইট, ক্যামেরা লঞ্চ, ভয়েস রেকর্ডিং শুরু করা ইত্যাদি।

আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেল দুটিতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর পাওয়া যেতে পারে। এর আগে প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছিল। এই বেস মডেল দুটির ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর প্রো মডেলের মতো হবে না। পরিবর্তে, আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ডিভাইস দুটিতে নতুন সনি সেন্সর থাকবে।

নতুন আইফোন ১৫ প্রো মডেলটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ আসবে। পাশাপাশি থাকবে আল্ট্রা ওয়াইড লেন্স ও টেলিফটো ক্যামেরা সেন্সর। এই ক্যামেরাগুলি হতে পারে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮০৩ ১/১.৩ ইঞ্চি প্রাইমারি ক্যামেরা (এফ/১.৮), ১২.৭ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (এফ/২.৮) এবং ১৩.৪ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স (এফ/২.২)।

আইফোন ১৫ প্রো ম্যাক্স আইফোন ১৪ প্রো ম্যাক্সের ক্যামেরা সেটআপের সঙ্গেই আসবে। তবে এতে একটি নতুন টেলিফটো পেরিস্কোপ জুম সেন্সর দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এই সেন্সর ৫x এবং ১০x জুম সাপোর্ট করবে। আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে থাকবে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮০৩ ১/১.৩ ইঞ্চি মেইন ক্যামেরা (এফ/১.৮), ১২.৭ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স (এফ/২.৮), ১/১.৯ ইঞ্চি টেলিফটো লেন্স এবং ১৩.৪ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স (এফ/২.২)।

বরগুনার আলো