• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

রিয়াদের বিদায়বেলায় সতীর্থদের আবেগঘন বার্তা

বরগুনার আলো

প্রকাশিত: ১২ জুলাই ২০২১  

হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার এমন হঠাৎ প্রস্থানে সতীর্থরাও মর্মাহত হয়েছেন। অভিজ্ঞ এই ক্রিকেটারকে জয় উৎসর্গ করার সাথে সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আবেগঘন বার্তাও দিয়েছেন তারা।

বিদায়ী টেস্টটি নিজের মতো করে রাঙিয়েছেন রিয়াদ। ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেছেন। হয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটার। তার সামর্থ্যের প্রমাণ দেওয়ার কোনো দরকার এখন ছিল না, কিন্তু এখনো ফুরিয়ে যাননি সেই জবাব দেওয়ার ছিল। জবাব দিয়েই সাদা পোশাককে বিদায় জানালেন তিনি।

রিয়াদের বিদায়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘লাল বলে আপনার অবদানের জন্য ধন্যবাদ রিয়াদ ভাই। সীমিত ওভারের ক্রিকেটে ড্রেসিং রুমে আপনার সাথে দারুণ সময় কাটানোর আশায় আছি।’

লিটন দাস বলেছেন, ‘রিয়াদ ভাইয়ের সাথে খেলা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আমরা অবশ্যই সাদা পোশাকে তাকে মিস করব।’

জাতীয় দলের নতুন সদস্য শরিফুল ইসলাম বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে আপনাকে মিস করব।’

মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘একজন চমৎকার খেলোয়াড়! আপনি এভাবে টেস্ট থেকে বিদায় নিচ্ছেন এটা কষ্টদায়ক। খেলোয়াড়, সমর্থক ও ক্রিকেটের এই সংস্করণ আপনাকে মিস করবে। আপনার কাছে থেকে অনেক কিছু শিখেছি এবং আরও শেখার আশায় আছি। আগত সকল চ্যালেঞ্জ উপভোগ করুন রিয়াদ ভাই।’

পেসার আবু জায়েদ রাহীর ভাষায়, ‘একজন ভালো নেতা ও বুদ্ধিমান ক্রিকেটার। আপনি সবসময়ই আমার পাশে ছিলেন এবং একজন ভালো ক্রিকেটার হতে সাহায্য করেছেন। বাংলাদেশ টেস্ট দলে আপনার অবদান সোনালী অক্ষরে লেখা থাকবে। আমরা আপনাকে সাদা পোশাকে মিস করব।’

ইমরুল কায়েস বলেছেন, ‘আমার কাছেন একজন মানুষ, বন্ধু ও বড় ভাই, যাকে আমি সবসময় শ্রদ্ধা করি। তার সিদ্ধান্তকে আমি সবসময় সমর্থন করি। আশা করি তার বাকি ক্যারিয়ার সফল হোক। টেস্ট ক্রিকেট আপনাকে মিস করবে।’

সাইফ হাসান লিখেছেন, ‘আপনি একজন সত্যিকার আদর্শ এবং আমার ও সব খেলোয়াড়ের জন্য একজন অনুপ্রেরণা। আপনার কঠোর পরিশ্রম, আত্মোৎসর্গ ও শৃঙ্খলাবোধ আমাদের অনুপ্রেরণা জোগায়। আমার দেখা অন্যতম সেরা একজন মানুষ আপনি। টেস্ট খেলার সময় আমরা আপনাকে অনেক মিস করব। আপনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন এবং সাদা বলে এখনো অনেক কিছু দিবেন। শুভকামনা এবং আপনার জন্য অনেক দোয়া রইল।’

নুরুল হাসান সোহানের ভাষায়, ‘রিয়াদ ভাই সবসময়ই আমার জন্য একজন অনুপ্রেরণা। তার অধিনায়কত্বে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। আপনার জন্য সবসময়ই অনেক শুভকামনা। আপনার মনোভাব ও ব্যক্তিত্বকে সবসময়ই শ্রদ্ধা করি ও ভালোবাসি।’

বরগুনার আলো