• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্যারিয়ারের শেষ ম্যাচে র‍্যাংকিংয়ে বড় লাফ মাহমুদউল্লাহর

বরগুনার আলো

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১  

আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেননি, করেননি কোনো মন্তব্য। তবে সতীর্থদের সংবাদ সম্মেলন ও হারারেতে একমাত্র টেস্টের নানা ঘটনাক্রম থেকে এটি অন্তত নিশ্চিত যে সাদা পোশাকে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের মাহমুদউল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়ে সফরের এই একমাত্র টেস্টে ক্যারিয়ার সেরা ১৫০* রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ, জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। শুধু তাই নয়, আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন এ অভিজ্ঞ অলরাউন্ডার।

আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ১৯ ধাপ এগিয়ে বর্তমানে ৪৪ নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। এছাড়া একই ইনিংসে ৯৫ রানের ইনিংস খেলা লিটন দাস ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৫ নম্বরে।

বল হাতে বাংলাদেশের পক্ষে বিদেশের মাটিতে সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ১৪৮ রানে ৯ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। এর সুবাদে টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে অবস্থান করছেন তিনি।

ম্যাচ হারলেও জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর দুই ইনিংসে খেলেছেন ৮১ ও ৯২ রানের ইনিংস। যার পুরস্কার হিসেবে ৭ ধাপ এগিয়ে ব্যাটিং র‍্যাংকিংয়ে ২৮ নম্বরে উঠে গেছেন। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে এসেছেন ব্লেসিং মুজুরাবানি।

এদিকে ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান মজবুত করেছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে খেলা ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৮ রানের সুবাদে ৮ পয়েন্ট পেয়ে ক্যারিয়ার সেরা ৮৭৩ রেটিং পয়েন্ট হয়ে গেছে তার।

ফলে দুই নম্বরে থাকা বিরাট কোহলির (৮৫৭) সঙ্গে ব্যবধান বেড়ে হয়েছে ১৬। তিন নম্বরে থাকা রোহিত শর্মার রেটিং পয়েন্ট ৮২৫।

বরগুনার আলো