• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

‘চেষ্টা করছি, কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না’

বরগুনার আলো

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১  

অফিসিয়াল প্রেস কনফারেন্সে এসে ম্যাচের সাফল্য-ব্যর্থতা কিংবা ভুল-ত্রুটিগুলোর ব্যাখ্যা দিয়ে থাকেন কোচিং স্টাফ কিংবা ক্রিকেটাররা। সাধারণত আইসিসির ইভেন্টে ম্যাচ সেরা কিংবা দলের বিষয়গুলো ঠিকভাবে তুলে ধরতে পারবেন- এমন কাউকেই পাঠানো হয়। চাপের ম্যাচ কিংবা হারের ম্যাচগুলোরতে দলের অধিনায়ক, সহ-অধিনায়ক কিংবা কোচিং স্টাফদের কেউ এসে প্রেস সামলান। কিন্তু বাংলাদেশে ক্রিকেট বোর্ড, ক্রিকেটারদের মতোই বরাবর উল্টো রথে চলছে। এই যেমন ইংলিশদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে প্রেস সামলানোর দায়িত্ব দেওয়া হলো একেবারে আনকোরা নাসুম আহমেদকে। ফলে যা হওয়ার তাই হলো, প্রশ্নবাণে জর্জরিত নাসুম আহমেদ ম্যাচ হারের কারণ হিসেবে বারবার বোঝানোর চেষ্টা করে গেলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের দ্বারা হচ্ছে না।’

নাসুমের মতো একজন ক্রিকেটারকে দ্বি-পাক্ষিক সিরিজে পাঠানো হলে না হয় মানা যেতো। কিন্তু বিশ্বকাপের মতো জায়গায়, ইংল্যান্ড বিপক্ষে এমন বড় ম্যাচে দল যখন অসহায় আত্মসমপর্ণের করে, তখন এমন একজনকে প্রেসে পাঠানো কতোটা যুক্তিযুক্ত!  বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যেন পালিয়ে বাঁচতে চাইলেন। এমন ম্যাচে নাসুমকে পাঠিয়ে তরুণ এই ক্রিকেটারের সঙ্গে রীতিমতো অন্যায় করলো বিসিবি। দ্বি-পাক্ষিক সিরিজে প্রায় এমন ঘটনা দেখা গেলে, আইসিসির ইভেন্টে অন্তত বিসিবির মিডিয়া দায়িত্বশীল ভূমিকা পালন করে!  

৩৫ বল আগেই ইংল্যান্ডের কাছে ৮ উইকেটের হারের চুলচেড়া বিশ্লেষণ করতে নাসুমকে পাঠানো হলেও নাসুম বারবারই আটকে যাচ্ছিলেন! আপনারা কেন পারছেন না? কেন হচ্ছে না বা কোথায় সমস্যা হচ্ছে? সাংবাদিকদের করা এসব প্রশ্নে তালগোল পাকিয়ে ফেলছিলেন নাসুম। নানা প্রশ্নে নাসুমের সোজাসাপ্টা উত্তর, ‘বল ভালো হয়নি, ব্যাটিং ভালো হয়নি। গরমেও সমস্যা হচ্ছে না। টানা খেলাতেও ক্লান্ত নই এবং কন্ডিশনও সমস্যা না।’

সাংবাদিকদের পাল্টা প্রশ্ন, তাহলে সমস্যা কোথায়? হুট করেই নাসুম মুখ ফসকে বলে ফেললেন, ‘বারবার একই প্রশ্ন। আমরা তো ভাই চেষ্টা করছি। হচ্ছে না… আমাদের ভাগ্য খারাপ। আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের দিয়ে হচ্ছে না।’

তাহলে কী আপনাদের সামর্থ্যের ঘাটতি আছে। এবার নাসুমের উত্তর, ‘পারছি না বলতে- সেটা না, আমাদের দ্বারা হচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। ভালোভাবে প্রয়োগ করতে পারছি না।'

শুধু ‘শিশুসুলভ’ উত্তর দিয়েই ক্ষান্ত হননি নাসুম। ভিন্ন প্রশ্নের উত্তরে বারবার বলার চেষ্টা করেছেন বাইরের কোনও সমালোচনা তাদের গায়ে লাগছে না। হয়তো সিনিয়র ক্রিকেটারদের শিখিয়ে দেওয়া কথাই তিনি সংবাদ সম্মেলনে আওড়ালেন। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে তার মতো স্বল্পভাষী একজনের প্রেস সামলাতে পারার কথা নয়। তারপরও বিসিবিরি মিডিয়া বিভাগে কী ভেবে, কীভাবে এমন সিদ্ধান্ত নেয় সেটাই বড় প্রশ্ন? বাংলাদেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংগঠনে পেশাদারিত্ব ফিরলেই কেবল ক্রিকেটারদের মধ্যে পেশাদারিত্ব ফেরানো সম্ভব হবে। নয়তো এভাবেই অদ্ভুত উঠের পিঠে চলতে থাকবে বাংলাদেশের ক্রিকেট!

বরগুনার আলো