• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

ক্যারিবীয় সিরিজে আলোচনায় ডিউক বল

বরগুনার আলো

প্রকাশিত: ১৩ জুন ২০২২  

মাঠের ক্রিকেটের সঙ্গে সাদা পোশাকে ক্যারিবিয়ান সিরিজে বিশেষ আলোচনায় ডিউক বল। প্রচণ্ড গতি আর সুইংয়ের জন্য যা বিখ্যাত। ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে রোচ, হোল্ডার, ব্রাথওয়েটের মতো অভিজ্ঞরা না থাকলেও ১২ সদস্যের দলে ৫ সিমার নিশ্চিত করছে, টাইগার ব্যাটসম্যানদের সামলাতে হবে তাদের গতি আর বাউন্স। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দুশ্চিন্তা বাড়াচ্ছে টপঅর্ডারের মলিন ফর্ম।

ক্রিকেট বলের রাজা ডিউকের অভিজ্ঞতা আবারও ফিরছে ক্যারিবিয়ান সফরে। ফিজকে ডিউক নিয়ন্ত্রণের কৌশল শেখাচ্ছেন অ্যালান ডোনাল্ড, যা নিয়ে আলোচনা পেয়েছে ভিন্ন মাত্রা।

আগেই জানা গিয়েছিল এসজি কিংবা কোকাবুরা নয়, দুই ম্যাচের এই টেস্ট হবে ডিউক বলে। যে অভিজ্ঞতা বাংলাদেশের জন্য নতুন না হলেও সুখকর নয়। স্কটিশ গরুর চামড়া দিয়ে বানানো এই বলকে সিরিজের জন্য কেন বেছে নিল ক্যারিবিয়ানরা?

নজর দেয়া যাক বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য তাদের স্কোয়াডে। ১২ সদস্যের দলে দুজন স্ট্যান্ডবাই। ছয়জন জাত ব্যাটসম্যান। ব্রাথওয়েট-ব্ল্যাকউড-বোনার-জশুয়া ডি সিলভা সবারই অভিজ্ঞতা আছে টাইগারদের বিপক্ষে খেলার। জন ক্যাম্পবেল ডেভন থমাস দুজনেই পরীক্ষিত মুখ। তবে মূল রহস্যটা যে এরপরই।

ঘোষিত স্কোয়াডে পাঁচ পেসার। নতুন বলে সুইংয়ের জন্য আলজারি জোসেফের জুড়ি মেলা ভার। অ্যান্ডারসন ফিলিপের সঙ্গে জোডেন সিলস। কাইল মেয়ার্স আর রেয়মন রেফার পেসে আগুন গোলার সঙ্গে ব্যাটিংটাও করেন জুতসই। স্কোয়াডে একমাত্র স্পিনার অভিষেকের অপেক্ষায় থাকা গুদাকেশ মোতি।

নজর দেয়া যাক এই পাঁচ পেসারে। রোচ-ব্রাথওয়েটের মতো তুমুল গতি না থাকলেও সুইংয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে সিদ্ধহস্ত সবাই। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ঘরোয়া লিগের সাম্প্রতিক পারফরম্যান্সও তাই বলে। একমাত্র প্রস্তুতি ম্যাচেও এই ডিউক বলের সুইংয়ে কাবু হয়েছে টাইগার মিডলঅর্ডার।

তবে ইটের জবাবে পাটকেল দেয়ার কতটুকু রসদ আছে বাংলাদেশের, তা তর্কের দাবি রাখে। বিশেষ করে তাসকিন-শরিফুলের অনুপস্থিতি কিছুটা হলেও খর্বশক্তি করেছে বাংলাদেশের সিম ইউনিটকে। খালেদ-এবাদাত সাম্প্রতিক সময়ে ভালো করছে। তাই তো চকচকে ডিউক বল, টাইগার-উইন্জির সিরিজের হতে যাচ্ছে এক্স ফ্যাক্টর।

বরগুনার আলো