• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্রাজিল, আর্জেন্টিনার সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও!

বরগুনার আলো

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২  

কাতারের দোহায় রাস্তার মোড়ে মোড়ে অনেক জায়গাতে বিশ্বকাপের ব্যানার টানিয়ে রাখা হয়েছে। এছাড়া পুরো শহরে সেভাবে বড় রকমের আমেজ একটু কমই। এমনিতে দেশটিতে নিজেদের চেয়ে প্রবাসী কম নয়। তাদের একাংশ মিলিত হয়েছিলেন দোহার কর্নিসের ফ্ল্যাগ প্লাজাতে। বিশ্বকাপের রঙে রঙিন সবাই! ফিফার ফ্যান জোন হওয়াতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তানসহ অন্য দেশের নাগরিকরা নানান পতাকা নিয়ে হই-হুল্লোড় করে পুরো সময় মাতিয়ে রেখেছেন।

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে কাতার ও বাংলাদেশের নামও উচ্চারিত হয়েছে তাদের কণ্ঠে। মিছিলও হয়েছে! শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে পারস্য উপসাগরের তীরবর্তী জায়গায় ফিফার সবকটি দেশের পতাকার নিচে যেন বিশ্বকাপের আমেজই মিলেছে। তবে সেখানে প্রবাসী বাংলাদেশিদের ভিড় ছিল একটু বেশিই। কাতারের বাংলাদেশ কমিউনিটির প্রধান নাজমুল আকন এমন উৎসবমুখর পরিবেশ নিয়ে জানালেন, ‘ফ্ল্যাগ প্লাজা একটা ঐতিহাসিক স্থান। এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছে। আমরা দুই দিন আগে বাংলাদেশ কমিউনিটি গ্রুপ থেকে সিদ্ধান্ত নিয়েছি এখানে আসবো। আর এখানে জমায়েত হয়ে কাতারকে সাপোর্ট দিচ্ছি। আর এখানকার অনেকেই ভলান্টিয়ারি সার্ভিস দিচ্ছে।’

ব্রাজিল, আর্জেন্টিনা ও কাতারের সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও!

বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন অনেক বাংলাদেশি। এর মধ্যে দোহায় বসবাসরতরা যেমন আছেন, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকেও এসেছেন বিশ্বকাপের সাক্ষী হতে। বাংলাদেশ থেকেও নেওয়া হয়েছে বেশ ক'জন স্বেচ্ছাসেবক। তাদেরই একজন সৈয়দ আসিফ উদ্দিন জানালেন নিজের উচ্ছ্বাসের কথা—‘কাতার বিশ্বকাপে হয়তো আমরা খেলছি না, তবে নানাভাবেই এর সঙ্গে যুক্ত আছি। প্রায় প্রতিটি বিভাগেই দেখবেন, একাধিক বাংলাদেশি কাজ করছেন। কাতার এই স্বেচ্ছাসেবকদের বেছে নিয়েছে নানান পরীক্ষার মধ্য দিয়ে। অনেককে টপকে আমরা এখানে পৌঁছেছি। এটা আমাদের সবার জন্য গর্বের।’

স্রোতের মতো মানুষ মিলিত হচ্ছিল ফ্ল্যাগ প্লাজের এক টুকরো জায়গায়। রাস্তায় ট্র্যাফিক সামলাতে জেরবার অবস্থা।

অবকাঠামো নির্মাণের পর অনেক শ্রমিককে দোহা থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। তবে আবার কিছু কিছু রয়ে গেছেন। তাদের মধ্যে কাতারের প্রতি ভালোবাসা কম নয়। তেমনই একজন নারায়ণগঞ্জের বন্দরের জামাল হোসেন ৯ বছর ধরে কাতারে রয়েছেন নির্মাণ শ্রমিক হিসেবে। আল জানোব স্টেডিয়াম নির্মাণে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাটাই তাকে বিশ্বকাপের অংশ করে দিয়েছে, ‘এটা অনেক বড় গর্বের। কেবল শ্রম-ঘাম নয়, অনেক বাংলাদেশির রক্তও দিতে হয়েছে আজকের এমন দোহা গঠনে।’

ব্রাজিল, আর্জেন্টিনা ও কাতারের সঙ্গে উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নামও!

আরেক প্রবাসী মো. রুবেল তো হলুদ জার্সি গায়ে ব্রাজিলের হাতে শিরোপা দেখছেন, ‘ব্রাজিলের বড় ভক্ত আমি। নেইমার যখন থাকে, এই দলকেই সাপোর্ট করি। আশা করছি এ বছর বিশ্বকাপ ব্রাজিলই নিতে পারে।’

উৎসবের আলোতে কাতারের বিশ্বকাপকে সবাই নিজেদের করে নিতে চাওয়ার এই এক টুকরো প্রয়াস।

বরগুনার আলো