• শুক্রবার ০২ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

বরগুনার আলো
ব্রেকিং:
মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী মুসলমানরা কেন পিছিয়ে পড়ল তা বিশ্লেষণ করা প্রয়োজন এবারের বাজেট ৭ লাখ কোটি টাকা: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী

মিরপুর টেস্টে নেতৃত্ব দেবেন লিটন

বরগুনার আলো

প্রকাশিত: ২৩ মে ২০২৩  

আগামী ১৪ জুন ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে নামবে বাংলাদেশ। তবে মিরপুর টেস্টে টাইগারদের নেতৃত্ব কে দেবেন তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কেননা দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। স্বাভাবিকভাবেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

অবশ্য বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা জানি, সহ-অধিনায়কই হবে অধিনায়ক। এছাড়া অন্য খবর জানা নেই।’

সোমবার নানা বিষয় নিয়ে বৈঠকে বসেছিল বিসিবির নির্বাচকরা। অনেকেরই ধারণা, গতকালের বৈঠকে ১৪ জুন মিরপুর টেস্টের জন্য দ্রুত দল ঘোষণা করবে বিসিবি। অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দল ঘোষণার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

নান্নুর পাল্টা প্রশ্ন, ‘এত আগে কেন দল ঘোষণা হবে? ক্যাম্প শুরু হওয়ার আগে দেব।’ প্রধান নির্বাচক বলেন, তামিমদের অনুশীলন শুরু ২৯ মে। দল ঘোষণা হতে পারে ২৮ মে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা গেল, টেস্ট সামনে রেখে লাল বলের ক্যাম্প হলেও দলে থাকা সাদা বলের ক্রিকেটাররাও যোগ দেবেন অনুশীলনে। তবে তাঁরা অনুশীলন করবেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী নিজেদের মতো।

গতকাল সভায় শুধু জাতীয় দলই নয়; নির্বাচকেরা আলোচনা করেছেন জুনের ইমার্জিং কাপ, সেপ্টেম্বরের এশিয়ান গেমস ও বাংলাদেশ ‘এ’ দল নিয়েও।

সাকিব আল হাসান চোটে পড়ায় প্রশ্ন উঠেছে আফগানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে? নান্নু বলছেন, ‘আমরা জানি, সহ-অধিনায়কই হবে অধিনায়ক। এ ছাড়া অন্য খবর জানা নেই।’ নান্নুর কথায় পরিষ্কার, সব ঠিক থাকলে আফগানদের বিপক্ষে টেস্টে সাকিবের জায়গায় সহ-অধিনায়ক লিটন দাসই অধিনায়কত্ব করবেন ৷

বরগুনার আলো