• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

ডলার সংকট: জটিলতায় মার্তিনেসের বাংলাদেশ সফর

বরগুনার আলো

প্রকাশিত: ৭ জুন ২০২৩  

ভারত সফরের আগে একদিনের জন্য বাংলাদেশে আসার কথা ছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের। তবে বহু আকাঙ্ক্ষিত এই সফর সংক্ষিপ্ত করতে হচ্ছে ডলার সংকটের কারণে। সেক্ষেত্রে একদিনের জায়গায় মাত্র কয়েক ঘণ্টার জন্য আসতে পারেন তিনি।

আগামী জুলাইয়ে ভারতের কলকাতা সফরে আসবেন মার্তিনেস। কিন্তু তার বাংলাদেশ সফর ঘিরে এখনও জটিলতা কাটেনি। কারণ ২০২২ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষককে একদিনের জন্য যে সম্মানী দিতে হবে, সেই পরিমাণ ডলার পেমেন্টের অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ব্যাংক।

মার্তিনেসকে বাংলাদেশে আনতে কাজ করছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। বাংলানিউজকে তিনি বলেন, ‘আমি বাংলাদেশে এসেছিলাম। মন্ত্রণালয়ে বৈঠক করেছি। সব বিষয়ে আলোচনা হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়ে জানাবেন বলে আমাকে জানানো হয়েছে। ’

মার্তিনেসকে বাংলাদেশে আনার জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো তৈরি বলে জানিয়েছেন শতদ্রু। ইতোমধ্যেই মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের সঙ্গে তার আলোচনা হয়েছে। এছাড়া আরও কয়েকটি কোম্পানি পৃষ্ঠপোষক হতে আগ্রহ প্রকাশ করেছে। তবে মূল সমস্যা পেমেন্ট নিয়ে।

শতদ্রু বলেন, ‘বাংলাদেশ থেকে ডলার পেমেন্টে এত সমস্যা এটা আগে জানা ছিল না। জানা থাকলে আগে এখানে সবকিছু ঠিক করে পরে ঘোষণা দিতাম। এখন দেখা যাক কি করা যায়। মার্তিনেসকে ২-৩ ঘন্টার জন্য বাংলাদেশে আনা যায়। সেক্ষেত্রে ২২-২৫ হাজার ডলার খরচ হতে পারে। আশা করছি এই পরিমাণ ডলার পেমেন্টের অনুমতি পাওয়া যাবে। ’

শেষ পর্যন্ত ডলার পেমেন্টের অনুমতি না পেলে মার্তিনেসকে বাংলাদেশে আনার পরিকল্পনাই বাদ দিতে হবে শতদ্রুকে। তিনি বলেন, ‘আশা করছি পেমেন্টের অনুমতি মিলবে। বাংলাদেশের সকলে আর্জেন্টিনাকে কতটা সমর্থন করে তা সকলেই দেখেছে। এমিলিয়ানো বাংলাদেশে এলে এখানকার ভাবমূর্তিই উজ্জ্বল হবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। বাকিটা সময় হলেই বোঝা যাবে। ’

বরগুনার আলো