• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী মানুষ ও নেতা শেখ হাসিনা মহামারী ঠেকাতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী কলম্বিয়া ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী বিশ্ব শান্তিতে বাংলাদেশ ও শেখ হাসিনা জাতিসংঘে এখনও নারী মহাসচিব হননি, আক্ষেপ শেখ হাসিনার বৈশ্বিক অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএইএ`র মহাপরিচালকের বৈঠক বাংলাদেশ কখনও ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি : প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে দ্রুত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর

তিন পরিবর্তন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বরগুনার আলো

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩  

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। ম্যাচটিতে জয় ভিন্ন বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলা নেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লাল-সবুজের দল। দলে আনা হয়েছে তিন পরিবর্তন। শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ও হাসান মাহমুদকে একাদশে নেয়া হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় আফগানিস্তান ও বাংলাদেশ। ম্যাচ শুরুর সময় সাড়ে ৩টার আগে টসে অংশ নেন অধিনায়ক সাকিব আল হাসান ও হাশমতউল্লাহ শাহিদি। আর টসে জিতে আফগানিস্তানকে বোলিংয়ের আমন্ত্রণ জানান সাকিব।

ম্যাচটিতে শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ও হাসান মাহমুদকে একাদশে নেয়া হয়েছে। এই তিনজনের জন্য বাদ পড়েছেন তানজিদ তামিম, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের আগে আবহাওয়া–বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, পাকিস্তানের লাহোরে এ দিন বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ। আর বজ্রপাতসহ, ঝোড়ো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। দিনে থাকবে রোদ। আর তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা রয়েছে। যদিও সন্ধ্যার পরে তাপমাত্রা কিছুটা কমে আসবে। সে সময়ে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

আফগানিস্তানের একাদশ
রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী ও মুজিব উর রহমান।

বাংলাদেশের একাদশ
মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

বরগুনার আলো