• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্বাস্থ্যকর সেমাই তৈরি, হাতেনাতে ধরেছে ভোক্তা অধিকার

বরগুনার আলো

প্রকাশিত: ৩ মে ২০২১  

মহামারি করোনার মধ্যেও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছেন অসাধু ব্যবসায়ীরা। শুধু নোংরাভাবেই সেমাই তৈরি করে বাজারজাত করছেন এমন নয়; আগে তৈরি করা সেমাই যেদিন মোড়কজাত করা হয় ওইদিন উৎপাদনের তারিখ দিচ্ছেন। এ হিসেবে মেয়াদোত্তীর্ণ হওয়ার তারিখ দিয়ে এরপর বাজারে বিক্রি।

রাজধানীর কামরাঙ্গীরচরে অবস্থিত হাবিব ফুড প্রোডাক্টসে এমন অনিয়ম হাতেনাতে ধরেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহের তৃতীয় দিনে ঢাকাসহ সারাদেশে তদারকি ও সচেতনতামূলক প্রচার কার্যক্রমকালে এমন অনিয়ম পাওয়া গেছে।

অভিযানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, সংরক্ষণ ও প্যাকেজিং এবং সেমাইয়ের মোড়কে মিথ্যা উৎপাদনের তারিখ দেওয়ার অপরাধে হাবিব ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে অধিদপ্তর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ বাজার অভিযান এবং ভোক্তা-ব্যবসায়ীদের করণীয় সম্পর্কিত লিফলেট বিলি ও বাজারে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করছে। একইসঙ্গে বাজারে স্বাস্থ্যবিধি মানতে ভোক্তা-ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করা হচ্ছে।

রোববার সারাদেশে ৬৭টি মনিটরিং টিমের পরিচালিত বিশেষ অভিযানে ভোক্তাস্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১৭৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে ঢাকা মহানগরী ও সাভার উপজেলায় ৮টি মনিটরিং টিম ১০টি বিভিন্ন পাইকারী ও খুচরা বাজারসহ সেমাই তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে।

অধিদপ্তরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, মাগফুর রহমান, প্রনব কুমার প্রামানিক, রোজিনা সুলতানা ও মাহমুদা আক্তারের নেতৃত্বে এসব অভিযান হয়েছে।

অভিযানে সেমাই কারখানা, কাঁচাবাজার, নিত্যপণ্যের দোকান ও ফলের আড়তে তদারকি করা হয়। এসময় তরমুজ, সবজি, পেঁয়াজ, ছোলা, ডাল, ভোজ্যতেল, চিনি, খেজুরসহ অন্যান্য নিত্যপণ্য যৌক্তিকমূল্যে বিক্রি তদারকি করা হয়। একইসঙ্গে মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের সঙ্গে বিক্রি রসিদের গরমিল, সঠিক ওজন, মেয়াদোত্তীর্ণ পণ্য, নকল পণ্যসহ ভোক্তাস্বার্থবিরোধী অপরাধ পর্যবেক্ষণ করা হয়।

এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী বিশেষ অভিযান এবং ভোক্তা-ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য অহবান জানান তিনি। একইসঙ্গে বাজারে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপালনের জন্যও ভোক্তা-ব্যবসায়ীদের অনুরোধ জানান।

বরগুনার আলো