• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জিম্বাবুয়েকে হারাতে চায় টাইগাররা

বরগুনার আলো

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০  

একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংস ও ১০৬ রানের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ওয়ানডে সিরিজ জিততে চায় টাইগাররা। এমনটাই জানালেন দীর্ঘ সাত মাস পর ওয়ানডে দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সাইফউদ্দিন বলেন, ‘আমরা সবাই আত্মবিশ্বাসী। (জিম্বাবুয়ের বিপক্ষে) টেস্ট সিরিজ জেতার ধারাবাহিকতা বজায় রেখে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে যাত্রা শুরু করবো।

ওয়ানডে সিরিজে নতুন কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলা যখন শুরু হয়, তখন নতুন করে কিছু করার সুযোগ থাকে না। যখন লম্বা বিরতি থাকে বা কোনো খেলা থাকবে না, তখন নতুন কিছু করার চেষ্টা যেতে পারে।

এত দীর্ঘ সময় মাঠের বাইরের থাকা প্রসঙ্গে সাইফ বলেন, ‘দীর্ঘদিন মাঠের বাইরে থাকা প্রতিটি ক্রিকেটারের জন্য কষ্টকর। তারপরও মানসিক শক্তি রেখে সবকিছু পর্যবেক্ষণে রেখেছিলাম। বিপিএল ও আন্তর্জাতিক খেলা দেখেছি। ফলে সময়টা খুব বেশি মনে হয়নি বাইরে কাটিয়েছি।’

নিজের বোলিং নিয়ে সাইফ বলেন, বিগত দিনে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে ৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। তার মধ্যে কিছুটা সাফল্য পেয়েছি বলা যায়। ৫ মাস পর দলে ফিরলাম, তাই খানিকটা নতুন মনে হচ্ছে। নতুন থেকে আবার শুরু করতে চাই। আর ক্রিকেটের পরিস্থিতি এমনই, পারফর্ম করবেন দলে থাকবেন, পারফর্ম করবেন না তিনি বাইরে চলে যাবেন।’

দল তার উপর আস্থা রাখায় নিজের সেরাটা দিতে চান সাইফ। তাকে দলে নেওয়াতে টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকদের ধন্যবাদ দেন তিনি। ম্যাচে সুযোগ পেলে এর প্রতিদান দিতে চান তিনি।

দলের বাইরে থাকাকালীন নিজেকে ফিট রাখা এবং তিন ফরম্যাটে কোচ রাসেল ডমিঙ্গোর তাকে মিস করার বিষয়ে সাইফ বলেন, ‘ফিজিও যারা আছেন, তাদের কথামতো চলেছি, নিজেও কিছু করার চেষ্টা করেছি। তাছাড়া দলের ফেরার জন্য উনার বার্তা খুবই অনুপ্রেরণো যুগিয়েছে। যে সময় বেঁধে দিয়েছিলেন, সেই সময়ের মধ্যে আমি ভালো হয়ে দলে ফিরেছি। আর সংবাদমাধ্যমে বিভিন্ন নিউজ পেয়ে ইচ্ছা শক্তি বেড়েছে, সে হিসেবে কাজ করেছি।’

শেষ ওয়ানডেতে খেলেছেন লর্ডসে বিশ্বকাপের ম্যাচে। এরপর আর খেলা হয়নি ইনজুরির কারণে। এই সময়ে বেশ কয়েকজন তরুণ পেসার দলে এসেছেন। ফলে দলে এখন বেশ ভালো প্রতিযোগিতার তৈরি হয়েছে। তবে এটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন সাইফ, ‘আমার চেয়ে ভালো কেউ থাকলে দলে জায়গা করে নেবে। সেটা নিজের কাছেও তৃপ্তিদায়ক, আবার কেউ যদি খারাপ খেলে আমার পজিশনে থাকে, সেটা আবার কষ্টদায়ক।’ 

বরগুনার আলো