• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আমতলী- তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসকের যোগদান

বরগুনার আলো

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

বরগুনার আমতলী ও তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক যোগে নতুন নিয়োগ পাওয়া ১৭ জন চিকিৎসক যোগদান করায় পাল্টে গেছে দু’উপজেলার চিকিৎসা সেবা।

হাসপাতাল সূত্রে জানাগেছে, সম্প্রতি স্বাস্থ্য বিভাগ চিকিৎসকের শূন্য পদে নতুন নিয়োগ দেয়ার পেক্ষাপটে (গত ৯ থেকে ১২ ডিসেম্বর) সোমবার থেকে বৃহস্পতিবার ৫০ শয্যা বিশিষ্ট আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন ও তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন চিকিৎসক যোগদান করেন।

যোগদানের ফলে বছরের পর বছর চিকিৎসক সংকটে ভোগান্তির স্বীকার হওয়া দু’উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৪ লক্ষাধীক মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ার পথে। স্বস্থি ফিরে এসেছে ভূক্তভোগীদের। এখন সেবার মান বৃদ্ধিসহ গরীব ও অসহায় রোগীদের সুচিকিৎসার পাওয়ার সুযোগ হবে বলে ধারনা এলাকাবাসীর।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন সাব সেন্টার ও কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মোট ৩২টি চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১টি, উপ স্বাস্থ্য কেন্দ্রে ২টি, ইউনিয়ন সাব সেন্টারে ৭টি ও কুকুয়া ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২টি চিকিৎসকের পদ রয়েছে।

এর মধ্যে নতুন যোগদান করছেন ১৪ জন ও পুরানো আছেন ৫ জন। এখন সব মিলিয়ে এ স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন ডাঃ মোঃ মিজানুর রহমান, ডাঃ দিলীপ রায়, ডাঃ মোঃ সুমন, ডাঃ মোঃ মোর্শেদ আলম, ডাঃ সাদিয়া রাখী মাটি, ডাঃ তারান্নুম মাহযাবীন, ডাঃ ফাতেমা শারমিন, ডাঃ ফারজানা আক্তার দিনা, ডাঃ হিমাদ্রী রায়, ডাঃ মারজিয়া তাজিন, ডাঃ এবিএম তানজীরুল ইসলাম, ডাঃ মাহমুদ মুরশীদ আল মামুন, ডাঃ তানজির ও ডাঃ নাফিজা ইসলাম।

অপরদিকে ২০ শয্যা বিশিষ্ট তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি চিকিৎসক বিপরীতে ডাঃ মেজবাহ উদ্দিন নামে ১জন চিকিৎসক থাকলেও ওই উপজেলার ৩টি উপস্বাস্থ্য কেন্দ্রে নতুন ৩জন চিকিৎসক যোগদান করেছে।

নতুন যোগদানকৃত চিকিৎসকরা হলেন তালতলী উপস্বাস্থ্য কেন্দ্রে ডাঃ লায়লা লাভীন, পচাঁকোড়ালিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে ডাঃ ফাইজুর রহমান ও কড়াইবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রে ডাঃ সাঈদী হাসান সোহাগ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, আমতলী হাসপাতালে ১৪ জন ও তালতলী হাসপাতালে ৩ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন।

১৭ চিকিৎসক যোগদান করায় চিকিৎসা সংকট দূর হওয়ার পাশাপাশি আমরা এখন দু’উপজেলার রোগীদের সুচিকিৎসা দিতে পারবো।

বরগুনার আলো