• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

ইরানকে ভয়াবহ হামলা করতে প্রস্তুত আমেরিকা

বরগুনার আলো

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

ইরানকে ভয়াবহ হামলা করতে প্রস্তুতি নিয়ে সতর্কতার সঙ্গে এগোচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে বড় পরিসরে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সামরিক বা সাইবার হামলার সুপারিশ ট্রাম্পের সামনে উপস্থাপন করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা।

পরিকল্পনায় বিকল্প হিসেবে রয়েছে ইরানের তেল স্থাপনায় বা বিল্পবী গার্ডের সম্পদে হামলা। সৌদি আরবের তেলক্ষেত্রে হামলায় ইরানের জড়িত থাকার সন্দেহে এমন পাল্টা জবাব দিতে চাইছে ট্রাম্প প্রশাসন। সোমবার সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের কাছে এ ধরনের প্রস্তাব করা হয়েছে বলে বুধবার জানিয়েছে এনবিসি নিউজ। পাশাপাশি ইরানের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

তেহরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। শনিবার সৌদি রাষ্ট্রীয় খাতের প্রতিষ্ঠান আরামকো পরিচালিত দুটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়। হামলার পরপর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর দায় স্বীকার করে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে এনবিসি নিউজ জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক বা সাইবার হামলাকেই বেছে নিতে পারে। মার্কিন সামরিক পরিকল্পনাবিদরা ইতিমধ্যে ইরানের সম্ভাব্য টার্গেটের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছেন।

এ তালিকায় আবাদান তেল পরিশোধন কেন্দ্র এবং খার্গ দ্বীপ তেল রফতানি কেন্দ্রও রয়েছে। এ দুটি ক্ষেত্র ইরানের প্রধান তেল উৎপাদন ও বিক্রয়কেন্দ্র। যুক্তরাষ্ট্রের হামলার টার্গেট হিসেবে তালিকায় রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্র, সামরিক ঘাঁটি ও বিপ্লবী গার্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা।

এদিকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেয়ার জন্য অর্থমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’ তবে কোন ধরনের পদক্ষেপ নেয়া হবে এ ব্যাপারে কিছু জানাননি তিনি।

ইরানের জড়িত থাকার প্রমাণ নেই-জাপান : সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলায় ইরানের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো। বুধবার টোকিওতে প্রধানমন্ত্রীর বাসভবনে এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইরানকে অভিযুক্ত করা যায়- এমন কোনো তথ্য সম্পর্কে আমরা অবহিত নই।

বরগুনার আলো