• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ট্রাস্ট করে ভাষা সংরক্ষণ-উন্নয়নের উদ্যোগ, হচ্ছে আইন ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা ৭ মার্চের ভাষণ মানুষকে উদ্বুদ্ধই করেনি, স্বাধীনতাও এনে দিয়েছে পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

করোনার কারণে অপ্রচলিত পণ্য রফতানির সুযোগ তৈরী

বরগুনার আলো

প্রকাশিত: ২৮ জুন ২০২০  

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের  অর্থনীতি ধাক্কা খেয়েছে। উৎপাদনের স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে। এই চ্যালেঞ্জের মধ্যেও অপ্রচলিত কিছু পণ্য রফতানির সম্ভাবনা সৃষ্টি হয়েছে; যা এর আগে সেভাবে খুঁজে দেখেনি বাংলাদেশ। এর মধ্যে রয়েছে পিপিই এবং মধ্যপ্রাচ্যে বড় আকারে খাদ্য রফতানি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রফতানির উদ্যোগ নিয়েছে সরকার; যা এর আগে সেভাবে দেখা যায়নি।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, 'বাংলাদেশের সামনে যে সুযোগ আছে সেটি নিয়ে কাজ করার বিষয়টি চলমান আছে।’ আমরা আমাদের সব রাষ্ট্রদূত ও মিশনের প্রধানের কাছে সুযোগের বিষয়ে জানতে চেয়েছিলাম এবং তারা বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছেন বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, 'আমরা এই প্রস্তাবগুলোর একটি সামারি করেছি এবং গোটা বিষয়টি ত্বরান্বিত করার জন্য একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দিয়েছি। তিনি সবসময় এ বিষয়টি তদারকি করছেন।’

কোথায়, কী ধরনের সুযোগ আছে জানতে চাইলে তিনি বলেন, 'সব জায়গায় সব কিছুর সুযোগ নেই। যেখানে যেটার সুযোগ আছে, সেখানেই আমরা সেটির জন্য চেষ্টা করার বিষয়ে বলছি।’

খাদ্যের বিষয়ে তিনি বলেন, 'আমরা বিভিন্ন জায়গায় উপহার হিসেবে খাদ্য পাঠিয়েছি। যেমন: আমাদের চাল, আলু, মিষ্টি কুমড়া, সবজি সৌদি আরবে পাঠাচ্ছি। সামনের সপ্তাহে এগুলো যাবে। পিপিই, মাস্ক, খাবার সব পাঠানো হচ্ছে। তাদের বলেছি, তোমরা নিতে পারো।’

এছাড়া আমরা তাদের বলেছি, হালাল খাদ্যের একটি বড় বাজার আছে এবং তারা যৌথ উদ্যোগে বাংলাদেশে ফ্যাক্টরি বানাতে পারে বলে জানান মন্ত্রী।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, 'সম্প্রতি নাইজেরিয়া বাংলাদেশ থেকে প্লেন পাঠিয়ে ওষুধ নিয়ে গেছে; যা আমাদের ওষুধ শিল্পের জন্য ভালো সংবাদ। এছাড়া আমরা আরও কিছু চাহিদাপত্র পাচ্ছি দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ থেকে। আমরা সুযোগগুলো পর্যালোচনা করছি।’

গোটা বিষয়টি মূলত বেসরকারি খাতের ওপর নির্ভরশীল জানিয়ে তিনি বলেন, 'সরকার এখানে সহায়ক ভূমিকা পালন করবে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে আন্তর্জাতিক মানের পিপিই সরবরাহ করছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে নিয়ন্ত্রিত বাজারে ১০০টিরও বেশি ওষুধ রফতানির জন্য একটি তালিকা দিয়েছে ওই দেশের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, 'পিপিই এর চাহিদা এখন অনেক বেশি এবং ইউরোপ থেকেও আমরা অনুরোধ পাচ্ছি। বেসরকারি খাত এর সুযোগ নিতে পারে।’ খাদ্য রফতানির বিষয়ে তিনি বলেন, 'এক্ষেত্রে মান নিয়ন্ত্রণ একটি বড় বিষয় এবং বর্তমানে আমাদের কৃষির উৎপাদন ব্যবস্থায় সচেতনতা সৃষ্টি করতে পারলে এর সুযোগ আছে।'

ওষুধ রফতানির ক্ষেত্রে আরেকজন কর্মকর্তা জানান, পৃথিবীর ৪৮টি স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশের ওষুধ শিল্প সবচেয়ে সক্ষম। তিনি বলেন, 'বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপসের সুবিধার কারণে আমরা অত্যন্ত অল্প খরচে ওষুধ উৎপাদন করতে পারি। কারণ আমাদের পেটেন্টের জন্য অর্থ দিতে হয় না।'

এই সুযোগকে কাজে লাগানো সম্ভব বলে মন্তব্য করে এই কর্মকর্তা আরও বলেন, 'আমরা অনেক দেশে ওষুধ রফতানি করি, কিন্তু পরিমাণে কম। এখন কোভিড-১৯ পরিস্থিতিতে বড় আকারে এই সুযোগ কাজে লাগাতে পারি।’

বরগুনার আলো