• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

করোনার প্রভাবে ফুটবলের নিয়মই পাল্টে গেল

বরগুনার আলো

প্রকাশিত: ৯ মে ২০২০  

করোনা কালবেলায় আক্রান্ত ক্রীড়াবিশ্ব। লণ্ডভণ্ড সব ক্রীড়াসূচি। প্রাণঘাতী ভাইরাসের করাল গ্রাসে গেল মার্চ থেকে বন্ধ ফুটবল। অন্য খেলার মাঠগুলোতেও তালা ঝুলছে। এ পরিস্থিতিতে ক্রমেই করোনা প্রকোপ কাটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে ফুটবল।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্বজুড়ে থমকে থাকা সব ফুটবল লিগ ফের শুরু হচ্ছে। এর আগে স্বল্পকালীন মেয়াদে নতুন নিয়ম চালু করল আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।

করোনা আতঙ্ক এখনও কাটেনি। প্রতিদিন বিশ্বে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত মারণঘাতী এ ভাইরাসে ৪০ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় পৌনে ৩ লাখ নাগরিক। এর মাঝেই সব জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে।

ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবার আগে পেশাদার লিগ শুরু করতে বদ্ধপরিকর জার্মানি। দেশটির ফুটবল ফেডারেশেনের (ডিএফবি) সিইও ক্রিশ্চিয়ান সাইফার্ত জানিয়েছেন, ১৬ মে থেকে স্থগিত বুন্দেসলিগা শুরু হচ্ছে। বরুশিয়া ডর্টমুন্ড বনাম শালকের ম্যাচ দিয়ে পুনরায় লিগে ঢাকে কাঠি পড়বে।

বিশ্বে করোনা সংক্রমণ এখনও চলছে। এ সংকটময় পরিস্থিতিতে আর্থিক ধাক্কা কাটাতে ফুটবলারদের ভাইরাস পরীক্ষা করে খেলা শুরু হচ্ছে। অসম্ভব চাপের এ অবস্থায় ফুটবল শুরু হওয়ায় ফুটবলারদের ওপর মানসিক চাপ বাড়তে পারে। মাঠে চোটের প্রবণতাও দেখা দিতে পারে বলে মনে করছে ফিফা। তাই করোনা পরবর্তী সময়ে ফুটবলার পরিবর্তনের ক্ষেত্রে সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেয় তারা।

করোনার পর ফুটবল শুরুতে ৯০ মিনিটের খেলায় পাঁচজন বদলি খেলোয়াড় ব্যবহারের প্রস্তাব দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শুধু তাই নয়, নকআউট ম্যাচে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আরেকজন বাড়তি বদলি খেলোয়াড় যোগ করার কথা বলে তারা। অর্থাৎ অতিরিক্ত সময় মিলিয়ে মোট ছয়টি পরিবর্তনের প্রস্তাব দেয় ফিফা। তবে আলোচনার পর পাঁচজন করে ফুটবলার পরিবর্তনের সুপারিশ করে সংস্থার টেকনিক্যাল কমিটি। তাতে সায় দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

প্রতিযোগিতামূলক ফুটবলে নির্ধারিত সময়ে সর্বোচ্চ ৩ জন ফুটবলারকে পরিবর্ত হিসেবে নামানোর নিয়ম ছিল। ম্যাচ অতিরিক্তি সময়ে পৌঁছলে বাড়তি আরেকজন খেলোয়াড় বদল করা যেত। সব মিলিয়ে বদলি ফুটবলারের সংখ্যা ছিল ৪। এখন সেটা হচ্ছে ৬।

এক বিবৃতিতে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আইএফএবি জানিয়েছে, শর্তসাপেক্ষে এখন বিভিন্ন টুর্নামেন্ট আয়োজকদের পাঁচজন করে ফুটবলার পরিবর্তনের অনুমতি দেয়া হচ্ছে। তবে এ নিয়ম একেবারে বদলে যাচ্ছে না। করোনা পরবর্তী সময়ে ফুটবলে এ নিয়ম প্রযোজ্য হবে। স্বল্পকালীন মেয়াদে এ আইন চালু থাকবে।

অর্থাৎ ২০১৯-২০২০ মৌসুমের শেষ নাগাদ নতুন বিধিনিষেধ মেনে চলতেই হবে মেসি-রোনাল্ডোদের। পরে এ নিয়মই থাকছে না পাল্টে যাচ্ছে তা জানিয়ে দেবে তারা। এজন্য ২০২০-২১ সিজন শুরুর জন্য অপেক্ষা করতে হবে।

বরগুনার আলো