• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

কলকাতায় মৌমাছির হানায় ৩ ঘণ্টা বিলম্ব তথ্যমন্ত্রীর বিমান!

বরগুনার আলো

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

বিমানে মৌমাছির হানায় প্রায় তিন ঘণ্টা দেরিতে ছাড়ল তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে বহনকারী ভারতের রাষ্ট্রায়াত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই-৭৪৩।

রবিবার সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে ১৩৬ জন যাত্রী ও ক্রেবিন ক্রু নিয়ে বিমানটি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশে ছাড়ার কথা ছিল। কিন্তু মৌমাছি বিভ্রাটের কারণে প্রায় তিন ঘণ্টা দেরিতে ছাড়ে ওই বিমান।

আর ওই বিমানের যাত্রী হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এসময় তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনের কয়েকজন কর্মকর্তাসহ ১৮ জনের একটি প্রতিনিধি দল। তারা প্রত্যেকেই ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

 

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, এদিন সকালে এয়ারবাস এ-৩১৯ বিমানটি যাত্রা শুরুর প্রস্তুতি নিতে যখন ট্যাক্সি-বে থেকে রানওয়ের দিকে যাচ্ছিল তখন এক ঝাঁক মৌমাছি এসে বিমানের সামনের দিকটি ঘিরে ধরে। পাইলটের আসনের সামনে বিমানের উইন্ডস্ক্রিনটিতে বসে পড়ে ওই মৌমাছির দল। পাইলটের নজরে বিষয়টি ধরা পড়ার পরই ওই জায়গাতেই বিমানটিকে দাঁড় করিয়ে দেন তিনি। 

কেননা সে সময় বিমানটি চললে ওই মৌমাছির দল ইঞ্জিনের ভেতরে প্রবেশ করলে বিমানটির যেমন ক্ষতি হতে পারতো। ঠিক তেমনি বিমানের যাত্রীদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সে সময় বিমানের ওয়াইপার ব্যবহার করেও কোনো কাজ হচ্ছিল না। পরে খবর দেওয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে (এটিসি) এবং ফায়ার সার্ভিসকে। এরপর ফায়ার সার্ভিসের গাড়ি এসে তীব্রবেগে পানি ছিটিয়ে মৌমাছির দলকে তাড়ানো হয়। 

পরে তথ্যমন্ত্রীকে বহনকারী বিমানটিকে টারম্যাকে ফিরিয়ে আনা হয় এবং সম্পূর্ণ বিপদমুক্ত করে প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১.৪০ মিনিটে বিমানটি আগরতলার উদ্দেশে উড়ে যায়। 

যদিও মৌমাছি হানায় বিমান বা যাত্রীদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে মৌমাছির দল হামলা চালানোর আগে ওই বিমানে কিছু যান্ত্রিক জটিলতাও দেখা যায় বলে খবর।

বিশ্বস্ত সূত্রে খবর, বিমান ছাড়ার বিলম্বতা নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এক সময় নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি এয়ার ইন্ডিয়ার ক্যাপ্টেনের সাথে কথা বলে অন্য একটি বিমানে তাদের প্রতিনিধি দলটিকে আগরতলায় নিয়ে যাওয়ার কথা বলেন। যদিও পাইলট সে সময় তাদের আশ্বস্ত করে জানান বিমানের সমস্ত ত্রুটিই সমাধান করা সম্ভব হয়েছে। 

বিমানের মধ্যেই তিন ঘণ্টা অতিক্রম করলেও ওই প্রতিনিধি দলটিকে এয়ার ইন্ডিয়ার তরফে কোনরকম পানীয় বা খাবার দেওয়া হয়নি বলে অভিযোগ উঠে।

উল্লেখ্য, গত শনিবার বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় যান বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

বরগুনার আলো