• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ট্রাস্ট করে ভাষা সংরক্ষণ-উন্নয়নের উদ্যোগ, হচ্ছে আইন ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা ৭ মার্চের ভাষণ মানুষকে উদ্বুদ্ধই করেনি, স্বাধীনতাও এনে দিয়েছে পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

কোটি টাকা খরচে মহাসচিবের পদ বাগিয়ে নিতে তৎপর মির্জা আব্বাস

বরগুনার আলো

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

বিএনপির মহাসচিবের পদ বাগিয়ে নিতে তৎপর হয়ে উঠেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সুযোগকে কাজে লাগিয়ে আগামী জাতীয় কাউন্সিলে খালেদা জিয়াকে বাড়ি উপহার দিয়ে দলের শীর্ষ পদ বাগিয়ে নিতে চান তিনি। এ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন।

মির্জা আব্বাসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুলশানের ভাড়া বাড়ি ফিরোজার ভাড়া পরিশোধ করছেন না, এমনকি দখলেরও পাঁয়তারা করছেন। এসব বিষয়ে এরই মধ্যে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এমন পরিস্থিতিতে সুযোগকে কাজে লাগাতে মির্জা আব্বাস এমন সিদ্ধান্ত নিয়েছেন। 

জানা গেছে, নতুন বছরে খালেদা জিয়াকে গুলশান-২ নম্বরের একটি ডুপ্লেক্স বাড়ি উপহার দেয়ার পরিকল্পনা করেছেন। প্রাথমিকভাবে একটি বাড়ি পছন্দও করেছেন মির্জা আব্বাস। দামাদামি চলছে। সবকিছু চূড়ান্ত হলে নতুন বছরের জানুয়ারি মাসেই খালেদা জিয়াকে সেই বাড়িটি উপহার দিতে চান মির্জা আব্বাস। এ বিষয়ে তারেক রহমানও অবগত রয়েছেন। 

তবে খালেদা জিয়ার পেছনে মির্জা আব্বাসের এমন বড় বিনিয়োগকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন নিজ দলের নেতাকর্মীরা। 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দলের সিনিয়র এক নেতা জানান, শুনেছি নতুন বছরে খালেদা জিয়াকে বাড়ি উপহার দেবেন মির্জা আব্বাস। কিন্তু কবে দেবেন, তার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও জানি না।

তিনি বলেন, নতুন বছরে খালেদা জিয়ার আর বাড়ি ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না। উঠবে না বাড়ি দখলের অভিযোগও। তবে দলের এমন বিপদের দিনে কোটি টাকার বাড়ি কেনা নিয়ে মির্জা আব্বাসের এমন সিদ্ধান্তে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা শুরু হয়েছে।

বরগুনার আলো