• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

চলে গেলেন জাপানের শান্তিকামী নির্মাতা নোবুহিকো ওবায়াশি

বরগুনার আলো

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  

জাপানের বিখ্যাত ‘যুদ্ধবিরোধী’ ও ‘শান্তিকামী’ চিত্রনির্মাতা নোবুহিকো ওবায়াশি মারা গেছেন। চলচ্চিত্রের মধ্য দিয়ে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে দারুণ প্রশংসিত ছিলেন তিনি। চলচ্চিত্রের শক্তি কতটা প্রভাবশালী হতে পারে তা তিনি বুঝিয়ে গেছেন নিজের কর্মের মধ্য দিয়ে। 

ওবায়াশির সর্বশেষ সিনেমা ‘ল্যাবিরিন্থ অব সিনেমা’র অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, এই প্রখ্যাত পরিচালক ৮২ বছর বয়সে গত শুক্রবার মারা গেছেন।

২০১৬ সালে ওবায়াশির ক্যান্সার ধরা পড়ে। ধরা পড়ার আগেই অনেক দেরি হয়ে যায়। ক্যান্সারের সংক্রমণ শেষ পর্যায়ে ছিল। বলা হয়েছিল, আর মাত্র কয়েকমাস বাঁচবেন তিনি। তবে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেও তিনি বেঁচে ছিলেন আরও চার বছর। সে অবস্থাতেই তিনি হুইলচেয়ার ব্যবহার করে কাজ চালিয়ে গেছেন।

ব্যতিক্রমী একটি ঘটনা জড়িয়ে আছে তার সর্বশেষ সিনেমাটি ঘিরে। আর তা হলো, তিনি সিনেমাটি মুক্তি দিতে চেয়েছেন সেদিনই, যেদিন তার মৃত্যু হবে। সে হিসেবে শুক্রবারেই ‘ল্যাবিরিন্থ অব সিনেমা’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস মহামারির কারণে সব প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় আপাতত মুক্তি দেওয়া হচ্ছে না। 

গত বছর টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ল্যাবিরিন্থ অব সিনেমা’ প্রদর্শিত হয়েছিল। তখনই ভূয়সী প্রশংসা পেয়েছে সিনেমাটি। ওই উৎসবে তার অনেকগুলো সিনেমা দেখানো হয়। আর তাকে সম্মানিত করা হয় ‘সিনেমাটিক ম্যাজিসিয়ান’ খেতাবে। 

১৯৩৮ সালে ছিল তার জন্ম। জন্মের পরপরই তিনি দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা। প্রতিবেশী দেশের ওপর জাপানের আগ্রাসন দেখেছেন। এরপর জাপানের মানুষের অনাহার, অবমাননা ও গণহারে মৃত্যুও দেখেছেন। তার শান্তিকামী চিন্তা-চেতনা পেয়েছিলেন তার বাবার কাছ থেকে, যিনি একজন আর্মি ডাক্তার ছিলেন। তাকে প্রথম একটি ৮ মিলিমিটার ক্যামেরাও দিয়েছিলেন তিনি। তিনিই আজ যুদ্ধবিরোধী ও শান্তিকামী চলচ্চিত্র নির্মাণের পুরোধা ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। 

বরগুনার আলো