• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ট্রাস্ট করে ভাষা সংরক্ষণ-উন্নয়নের উদ্যোগ, হচ্ছে আইন ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

চীনের দেয়া শুল্কমুক্ত সুবিধা নিয়ে যা বললেন সালমান এফ রহমান

বরগুনার আলো

প্রকাশিত: ২২ জুন ২০২০  

চীনের দেয়া শুল্কমুক্ত সুবিধা কাজে লাগাতে পারলে তা পোশাক শিল্পের বাইরে ওষুধ ও চামড়া শিল্প রপ্তানিতে অবদান রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ জন্য পণ্য বহুমুখীকরণে ব্যবসায়ীদের সবধরনের সহায়তার আশ্বাসও দেন তিনি। তবে দু'দেশের ব্যবসায়ী এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ছাড়া সুযোগ কাজে লাগানো সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা।

১৪০ কোটি জনসংখ্যার বিশাল সম্ভাবনাময় বাজার চীন। রপ্তানিকারক হিসেবেও বিশ্বে বৃহত্তম দেশটি। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ-চীন দু'দেশের সাথে বেড়েই চলেছে বাণিজ্য ঘাটতি। গেল অর্থ-বছরে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ১১ বিলিয়ন ডলার।

সম্প্রতি নতুন করে ৫ হাজার ১৬১টি পণ্যকে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধা দেয় চীন। পরিসংখ্যানে দেখা যায়, শুল্কমুক্ত সুবিধার আগে মাত্র ৯৮টি পণ্য রপ্তানি করতো বাংলাদেশ। এবার এই সুবিধাকে কাজে লাগিয়ে রপ্তানি পণ্যের ক্যাটাগরি বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

বিসিসিসিআই যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন মৃধা বলেন, 'ফার্মাসিটিক্যাল, মিঠা পানির এবং সামুদ্রিক মাছ, পাট, কাঁচা চামড়া এবং প্রক্রিয়াজাত চামড়া এখানে বিশেষভাবে বিবেচিত হবে।'

চীনের বাজারে তৈরি পোশাকের বাইরে ওষুধ, ফার্নিচার, চামড়াজাত পণ্য, ফলমূল সহ পণ্যের বহুমুখীকরণে ব্যবসায়ীদের সবধরণের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেন, 'নতুন বাজার ধরতে যা যা সহযোগিতা দরকার সরকার সব বিষয় বিবেচনা করবে এবং সব সুযোগ দেবে। আমরা ১৪০ দেশে প্রতিযোগিতা করেই তো রপ্তানি করছি। আশা করি চীনেও ওষুধ রপ্তানি করতে পারবো।'

সুযোগ কাজে লাগিয়ে চীনের বাজারের জন্য বিদেশী বিনিয়োগ আকর্ষণে কাজ করার পরামর্শ অর্থনীতিবিদদের।


এ বিষয়ে সিপিডি রিসার্চ ফেলো তৌফিক ইসলাম খানা বলেন, 'দেশের ব্যবসায়ীদের মধ্যে আমরা যদি আরো ভালো যোগাযোগ স্থাপন করতে পারি তাহলে সুযোগটা কাজে লাগানো সহজ হবে।'

নতুন সুবিধায় ৮ হাজার ২৫৬ টি পণ্য বিনা শুল্কে চীনে রপ্তানির সুযোগ পাবে বাংলাদেশ। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

বরগুনার আলো