• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

জলবায়ূ পরিবর্তনের ফলে হুমকির মুখে বেতাগীর কৃষি ও জীবন

বরগুনার আলো

প্রকাশিত: ১৩ মে ২০১৯  

জলবায়ূ পরিবর্তনের ফলে হুমকির মুখে পড়েছে উপকূলীয় বেতাগীর কৃষি ও জীবন। বারংবার প্রাক প্রাকৃতিক দুযোর্গে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে বসবাস অনুপোযোগি হয়ে পড়েছে এখানকার বাসিন্দারা। চরম ক্ষতির সম্মুখিন কৃষক। সময়ের সঙ্গে বাড়ছে এর পরিসর ।

জানা গেছে, জলবায়ূ পরিবর্তনের কারনে এ বছরের ২৫ ফ্রেরুয়ারি আগাম ঝড়ো হাওয়া এ উপজেলার বেশির ভাগ এলাকায় তার রুদ্ররুপ জানিয়ে দেয়। ২ মার্চ ও ৯ এপ্রিল তীব্র কালো বৈশাখী ছোবল হানে। সর্বশেষ ৫ মে ঘূর্ণিঝড় ফণীর দমকা বাতাস, ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে কাঁচা ঘরবাড়ি, গবাদী প্রাণি এবং ফসলের ক্ষতি হয়।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ক্ষেত্র বিশেষ ফ্রেরুয়ারির শেষ থেকেই কালো বৈশাখীর আনাগোনা শুরু হয়েছে। কালো বৈশাখীর ওপর ভর করে আসা প্রাক এর রুদ্ররোষ মে মাসেও অব্যাহত থাকবে এবং নিন্মচাপ থেকে বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারনে কয়েক দফায় তাপপ্রবাহের তীব্রতা ও ভয়াবহতা আরও বাড়তে পারে।

তরুন ও শিক্ষিত কৃষক মো: কামরুল হাসান বশির বলেন, জলবায়ূ পরিবর্তনের কারনে এ উপজেলায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের হার বৃদ্ধি পেয়েছে। এ কারনে কৃষকের জরুরি কাজের প্রয়োজনও প্রতিনিয়ত বাড়ছে। জনসম্পদ ও ফসল রক্ষার্থে কৃষকের ক্ষতি কমিয়ে আনতে বীমার অওতায় আনতে উদ্যোগ নিতে হবে।

বেতাগী সদর ইউনিয়নের কৃষক মো: শাহজাান জানান, বারবার আগাম বন্যায় যে টুকু ফসল ছিল সর্বশেষ ফণী তাও শেষ করে কৃষকদের পথে বসিয়ে দিয়েছে। উপজেলার আরও একাধিক কৃষক স্থানীয় অবকাঠামো ও জনসম্পদ রক্ষার্থে ফসল ও জীবন রক্ষায় বাঁধ নির্মাণ, মোরমত এবং রক্ষনা- বেক্ষনে নজর দেয়ার দাবি করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইকবাল হোসেন বলেন, বর্তমান সরকরের সময় দেশে খাদ্যের স্বয়ংসস্পূর্ণতা অর্জন করেছে। এর ধারাবাহিকতা বজায় এবং কৃষি কাজ সুষ্ঠুভাবে অব্যাহত রাখতে ও জীবনমান উন্নয়নে এ খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। দুর্যোগ মোকাবেলায় দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থানের প্রতি গুরুত্বারোপ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান বলেন, সবচেয়ে বেশি জোর দেয়া প্রয়োজন আর্থিক প্রণোদনার বিষয়। এ জন্য বিশেষ পদক্ষেপ গ্রহন করতে হবে।

বরগুনার আলো