• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ট্রাস্ট করে ভাষা সংরক্ষণ-উন্নয়নের উদ্যোগ, হচ্ছে আইন ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

টস হেরে ব্যাটিং এ বাংলাদেশ

বরগুনার আলো

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগাররা। আজকের ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে সাকিব বাহিনী। শুরুতে আজকের ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভিতে।

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজটির এখন পর্যন্ত তিনটি ম্যাচ শেষ হয়েছে। সিরিজটিতে প্রতিটি দলই খেলেছে দুটি করে ম্যাচ। যেখানে দুই জয়ে শীর্ষ অবস্থানে আফগানিস্তান। এক পরাজয় আর এক জয়ে বাংলাদেশের অর্জন ২ পয়েন্ট। আর দুটিতে হেরে জিম্বাবুয়ের অর্জন শূন্য।

জিম্বাবুয়ে আজ হারলে সিরিজ থেকে ছিটকে যাবে। জিতলে আশা টিকে থাকবে। সেক্ষেত্রে আবার আফগানিস্তানের বিপক্ষেও সাকিবদের হারতে হবে। আর আফগানদেরও হারতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে। সমিকরস সহজ নয়।

এই সিরিজে এখন পর্যন্ত অজয়েও দল রশিদ খানরা। বাংলাদেশকে হারিয়েছে সেই সঙ্গে জিম্বাবুয়েকে হারিয়ে তাদের ফাইনাল নিশ্চিত আগেই। এখন ফাইনালের টিকিট নিশ্চিত করার পালা টাইগারদের।

জিম্বাবুয়ে ও আফগানদের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য নতুন করে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দুই ম্যাচের স্কোয়াডে থাকা চারজনকে বাদ দেয়া হয়েছে এ ম্যাচে। বাদ পড়েছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার। তার জায়গায় এসেছেন শান্ত ও শেখ নাইম।

এছাড়া ফিরেছেন রুবেল ও শফিউল ইসলাম। সেই সঙ্গে শুভ ও মেহেদীকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, আফিফ হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ
ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রায়ান বার্ল, গ্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রেগিস চাকাভা, আইনস্লে লভু, টিনোটেন্ডা মুতোম্বোজি, নেদিল মাদজিবা, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা।

 

বরগুনার আলো