• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

টস হেরে ব্যাটিং এ বাংলাদেশ

বরগুনার আলো

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগাররা। আজকের ম্যাচে জিম্বাবুয়েকে হারাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে সাকিব বাহিনী। শুরুতে আজকের ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভিতে।

ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজটির এখন পর্যন্ত তিনটি ম্যাচ শেষ হয়েছে। সিরিজটিতে প্রতিটি দলই খেলেছে দুটি করে ম্যাচ। যেখানে দুই জয়ে শীর্ষ অবস্থানে আফগানিস্তান। এক পরাজয় আর এক জয়ে বাংলাদেশের অর্জন ২ পয়েন্ট। আর দুটিতে হেরে জিম্বাবুয়ের অর্জন শূন্য।

জিম্বাবুয়ে আজ হারলে সিরিজ থেকে ছিটকে যাবে। জিতলে আশা টিকে থাকবে। সেক্ষেত্রে আবার আফগানিস্তানের বিপক্ষেও সাকিবদের হারতে হবে। আর আফগানদেরও হারতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে। সমিকরস সহজ নয়।

এই সিরিজে এখন পর্যন্ত অজয়েও দল রশিদ খানরা। বাংলাদেশকে হারিয়েছে সেই সঙ্গে জিম্বাবুয়েকে হারিয়ে তাদের ফাইনাল নিশ্চিত আগেই। এখন ফাইনালের টিকিট নিশ্চিত করার পালা টাইগারদের।

জিম্বাবুয়ে ও আফগানদের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য নতুন করে একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দুই ম্যাচের স্কোয়াডে থাকা চারজনকে বাদ দেয়া হয়েছে এ ম্যাচে। বাদ পড়েছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার। তার জায়গায় এসেছেন শান্ত ও শেখ নাইম।

এছাড়া ফিরেছেন রুবেল ও শফিউল ইসলাম। সেই সঙ্গে শুভ ও মেহেদীকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, আফিফ হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ
ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রায়ান বার্ল, গ্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রেগিস চাকাভা, আইনস্লে লভু, টিনোটেন্ডা মুতোম্বোজি, নেদিল মাদজিবা, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারা।

 

বরগুনার আলো