• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

দক্ষ জনবল গড়তে প্রশিক্ষণ দেবে বিদ্যুৎ বিভাগ

বরগুনার আলো

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

 বিদ্যুৎ বিভাগ তার সব বিভাগকে প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। মুজিব বর্ষকে কেন্দ্র করে আগামী ৫ অর্থবছরে সব মিলিয়ে ৭০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ প্রশিক্ষণের উদ্দেশ্য দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। এরমধ্যে ২০১৯ ও ২০২০ সালের মধ্যে ২০ হাজার ৭০০ জনকে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।

মুজিব বর্ষে তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের জন্য রেগুলার ইলেকট্রিশিয়ান ট্রেনিং কোর্স, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান ট্রেনিং, পবিস বিতরণ লাইন নির্মাণ সংক্রান্ত ট্রেনিং, সৌরবিদ্যুৎ চালিত পাম্পের সাধারণ মেইটেনেন্স, এনার্জিভিত্তিক জীবিকার সুযোগ তৈরির জন্য ট্রেনিং, ফ্রিল্যান্সিং ওয়ারিং ইন্সপেকশন, বিদ্যুৎ শক্তির দক্ষ, নিরাপদ ও পরিবেশবান্ধব ব্যবহার সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেবে। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বলছে, তারা নিয়মিতই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। তাদের সাতটি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বছরে কমপক্ষে ৭০ কর্মঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী ৫ বছরে তারা ৫ হাজার ২৫০ জন বেকার ও অদক্ষ তরুণ বা তরুণীকে দক্ষ ইলেকট্রিশিয়ানে রূপান্তর করবে। প্রতি ব্যাচে ৩৫ জন করে প্রশিক্ষণ কোর্সের মেয়াদ হবে ৩৬০ ঘণ্টা করে।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ২০১৯-২০২৪ সাল পর্যন্ত ৭৫০ জনকে প্রশিক্ষণ দেবে। রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান কোর্সে তারা পাঁচ বছরে এই দক্ষ জনবল তৈরির কাজ করবে। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক শাহিদ সারোয়ার বলেন, ‘এর ফলে দক্ষ কর্মী তৈরির মাধ্যমে চাকরির সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ, বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মীর উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনৈতিক উন্নয়নকে টেকসই করতে সহায়তা করবে।’

প্রসঙ্গত, ডেসকো ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৫০৪ জনকে প্রশিক্ষণ দিয়েছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডও (ডিপিডিসি) আগামী ৫ বছরে ৭৫০ জনকে প্রশিক্ষণ দেবে। প্রতি ব্যাচে ৩০ জন করে ইলেকট্রিশিয়ান কোর্সে এই প্রশিক্ষণ দেবে তারা।

এ বিষয়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘প্রতিবছরই আমরা প্রশিক্ষণের আয়োজন করি। মুজিব বর্ষ উপলক্ষে বিশেষভাবে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ৫ বছর আমরা বেশ কয়েকটি ব্যাচে মোট সাড়ে ৭০০ জনকে দক্ষ ইলেকট্রিশিয়ান হিসেবে গড়ে তুলবো।’

বৈদ্যুতিক পেশায় দক্ষ জনশক্তি সৃষ্টির প্রশিক্ষণ কর্মসূচি নামে প্রশিক্ষণ শুরু করেছে রুর‍্যাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। তারা ৫ বছর অর্থাৎ ২০১৯-২০২৪ সাল পর্যন্ত সাড়ে ৭০০ জনকে প্রশিক্ষণ দেবে। চলতি বছর তারা রেগুলার ইলেকট্রিশিয়ান কোর্স এবং ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান কোর্সের আয়োজন করছে। পাঁচ বছরব্যাপী আয়োজিত প্রশিক্ষণে প্রতিবছর চারটি ব্যাচ প্রশিক্ষণ নেবে। প্রতি ব্যাচে ৩০ জন অংশ নেবে।

বরগুনার আলো