• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দলীয় সভায় দুই নেতার হাতাহাতি, সমালোচনার মুখে সিলেট বিএনপি

বরগুনার আলো

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

সারা দেশে বিএনপির অভ্যন্তরীণ অনৈক্য বেড়েই চলেছে। সেই অনৈক্য শুধু কেন্দ্রে নয়, কেন্দ্র থেকে ছড়িয়ে পড়েছে তৃণমূলে। তৃণমূল নেতাদের পক্ষ-বিপক্ষের জেরে হাতাহাতি-মনোমালিন্যে জড়িয়ে পড়ছে নেতারা। যাতে সমালোচিত হচ্ছে দল।

তারই ধারাবাহিকতায় সিলেট জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঞ্চে বসাকে কেন্দ্র করে গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন লস্করের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার (১৩ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে মঞ্চে বসা ছিলেন বিএনপি নেতা আব্দুল হেকিম। সমাবেশের একপর্যায়ে এসে উপস্থিত হন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফফার। এসময় বাড়তি কোন চেয়ার ছিল না। এমন প্রেক্ষাপটে গফফারকে চেয়ারে বসাতে হেকিমের হাত ধরে টান দেন বিএনপি নেতা নাজিম। এসময় কিছু বুঝে উঠতে পারার আগেই হতভম্ব হয়ে পড়েন হেকিম। এরপর শুরু হয় তর্কাতর্কি-হাতাহাতি।

সূত্র বলছে, সভায় তখন বক্তব্য দিচ্ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হুসেন সুমন। তখন উত্তপ্ত নেতাকর্মীদের থামাতে মাইকে বিভিন্ন স্লোগান শুরু করেন সুমন। একপর্যায়ে জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামিমের হস্তক্ষেপে হাতাহাতি বন্ধ করা যায়।

জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, প্রতিদ্বন্দ্বিতা, মতের অমিলের কারণে আমাদের সাংগঠনিক তৎপরতা ও ঐক্য ভেঙে পড়েছে। বিষয়টি আমাদের জন্য লজ্জার।

উল্লেখ্য, রোববার (১৩ অক্টোবর) বিকেলে নগরীর রেজিস্টারি মাঠে সিলেট জেলা বিএনপি ভারতের সাথে সম্পাদিত চুক্তি বাতিল ও বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

বরগুনার আলো