• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

ধনী-দরিদ্রের বৈষম্য কমার প্রত্যাশা পরিকল্পনামন্ত্রীর

বরগুনার আলো

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৯  

 

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আজ আশা প্রকাশ করেছেন যে, ডেল্টা প্ল্যান-২১০০-সহ সরকারের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের ফলে আগামী বছরগুলোতে ধনী-দরিদ্রের বৈষম্য আরও কমে আসবে।

তিনি বলেন, ‘আমরা ডেল্টা প্ল্যান-২১০০-কে সামগ্রিক জাতীয় মেগা প্ল্যান হিসেবেই বাস্তবায়ন করব। অর্থনীতির অন্যান্য দিকগুলোর মতো এই চর্চার (ডেল্টা প্ল্যান ও অন্যান্য প্ল্যান) মাধ্যমে ধনী-দরিদ্রের মধ্যে বৈষম্য কমিয়ে আনার মতো এমন একটি পর্যায়ে পৌঁছাতে সক্ষম হব বলে আমরা আশাবাদী।’

বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নের বিষয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) আয়োজিত জিইডির সদস্য ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার বিষয়ে পাওয়ার-পয়েন্ট উপস্থাপনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, সচিবগণ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ এবং উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

‘ক্রমবর্ধমান বৈষম্য’ নিয়ে অনেকের উদ্বেগের কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা আশা করি যে, এই চর্চা (ডেল্টা প্ল্যান ও অন্যান্য প্ল্যান) থেকে ধনী-দরিদ্রের ব্যবধানের বৈষম্যের বিষয়টি অনেকাংশে সমাধান করা হবে।’

এই ডেল্টা প্ল্যান-২১০০-কে দেশের সার্বিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তনকারী হিসেবে অভিহিত করে মান্নান বলেন, এই ১০০ বছরের পরিকল্পনাটি একটি ছাতার মতো কাজ করবে। কারণ, এটি পরিপ্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং বছর প্রতি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বাস্তবায়িত হবে।

ডেল্টা প্লান ও এর প্রয়োজনীয় সংস্থানসমূহ বাস্তবায়ন সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এই পরিকল্পনা স্বাবলম্বী হয়ে বাস্তবায়ন করতে চাই। তবে, যদি কেউ স্বেচ্ছায় এই পরিকল্পনা বাস্তবায়নে অংশ নিতে চায় আমরা তাদের আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে স্বাগত জানাব।’

সরকার বাংলাদেশের মতো ব-দ্বীপ রাষ্ট্রের জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী এই দীর্ঘ মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে সকল উন্নয়ন সহযোগী ও প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেন, ডেল্টা পরিকল্পনা বাংলাদেশের জন্য একটি গাইডিং নীতি এবং বিশ্বের ব-দ্বীপ রাষ্ট্রগুলো এবিষয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।

জিইডি সদস্য ড. শামসুল আলম বলেন, ডেল্টা পরিকল্পনা ২১০০ একটি গতিশীল পরিকল্পনা এবং প্রতি ৫ থেকে ১০ বছরের মধ্যে এর আপডেট করা হবে।

এই পরিকল্পনায় আরও প্রকল্প বাস্তবায়নের জন্য আগামী বছরগুলোতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার বলেন, তার মন্ত্রণালয় ডেল্টা পরিকল্পনা ২১০০ এর আওতায় দুটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। বাসস।

বরগুনার আলো