• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পিপিই পরা অবস্থায় ওজু-তায়াম্মুমে করণীয়

বরগুনার আলো

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য নিরাপত্তায় চিকিৎসক ও সেবাদানকারী নারী-পুরুষের জন্য পিপিই পরা আবশ্যক। কিন্ত পিপিই পরা অবস্থায় নামাজের সময় হলে কিংবা ইবাদত-বন্দেগি করতে চাইলে কি ওজু করতে হবে? যেহেতু পিপিই পরলে পুরো শরীর ঢাকা থাকে, সেক্ষেত্রে কি শুধু তায়াম্মুম করা যাবে? পিপিই পরা অবস্থায় নামাজ বা ইবাদতের জন্য ওজু-তায়াম্মুমে মুসলিমদের করণীয় কী?

এ কথা সত্য যে, অনেক সময় পরিহিত পিপিই খুলে ওজু করা কঠিন। কিন্তু ইবাদত-বন্দেগির জন্য ওজু করা ফরজ ইবাদত। এক্ষেত্রে ইসলামের বিধান ও মুসলিমদের করণীয় হলো-

পিপিই পরা অবস্থায় চিকিৎসক কিংবা নার্স কিংবা পরিবার বা অন্য সেবাদানকারীরা যেখানে অবস্থান করবে, সেখানে যদি পানি থাকে তবে পিপিই পরা থাকলেও ডাক্তার, নার্স কিংবা অন্য সেবাদানকারীদের জন্য নামাজ, কুরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগির ক্ষেত্রে পিপিই খুলে ওজু করতে হবে। এক্ষেত্রে তায়াম্মুম করে নামাজ বা ইবাদত-বন্দেগি করার কোনো সুযোগ নেই।

ওজুর সময় মানুষের শরীরের যেসব অঙ্গে পানির ব্যবহার করতে হয়, মহামারি করোনার কারণে এসব অঙ্গকে সাবান-পানি দ্বারা বার বার পরিষ্কার করার  কথা ঘোষণা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তাই পানি থাকলে পিপিই পরা অবস্থায়ও তা খুলে ওজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করেই নামাজ, কুরআন তেলাওয়াত ও ইবাদত-বন্দেগি করতে হবে। কিন্তু তায়াম্মুমের কোনো সুযোগ নেই।

তায়াম্মুমের হুকুম
তায়াম্মুমের প্রথম হুকুম হলো- যদি পানি পাওয়া না যায়, আবার এমন স্থানে পানি আছে যেখানে গিয়ে পানি দিয়ে ওজু করে ওয়াক্ত মতো নামাজ আদায় করা যাবে না কিংবা মৃত্যুর আশংকা বা মৃত্যু পথযাত্রী হলে ওজুর পরিবর্তে তায়াম্মুম করতে কোনো বাধা নেই।

মনে রাখতে হবে
যদি পিপিই পরা অবস্থায় কোনো স্থানে পানি পাওয়া না যায়, কিংবা এমন মারাত্মক অসুস্থ যে, পানি ব্যবহার করলে প্রাণহানির আশংকা থেকে যায় তবে সেসব ক্ষেত্রে নামাজ-ইবাদতের জন্য তায়াম্মুম করা যাবে। নতুবা নয়। এছাড়া অন্যান্য অবস্থায় তায়াম্মুম করলে পবিত্রতা অর্জন হবে না।


কেননা তায়াম্মুম করার ক্ষেত্রসমূহ সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা রয়েছে কুরআনে। মহান আল্লাহ বলেন-
'যদি তোমরা রুগ্ন হও, অথবা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রসাব-পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস কর, অতপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। অর্থাৎ নিজেদের মুখমণ্ডল ও উভয় হাত মাটিতে মুছে ফেল। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না; কিন্তু তোমাদের পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান। যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।’ (সুরা মায়েদা : আয়াত ৬)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মহামারি করোনাভাইরাসের এ প্রাদুর্ভাবের সময়ে পানি থাকলে পিপিই খুলে যথাযথভাবে ওজুর মাধ্যমে নামাজ ও ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করুন। পানি না থাকলে কুরআন নির্দেশিত পন্থায় তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করার তাওফিক দান করুন। এ পবিত্রতা অর্জনের মাধ্যমে মহামারি করোনা থেকে মুক্তি দান করুন। আমিন।

বরগুনার আলো