• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস ও রেকর্ড জয় পেলো ভারত

বরগুনার আলো

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

শেষ উইকেট হিসেবে কেশব মহারাজকে ফেরানোর সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠল বিরাট কোহলিরা। একে তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিন বাকি থাকতেই টানা দ্বিতীয় ও ইনিংস ব্যবধানে জয়, সঙ্গে টিম ইন্ডিয়ার মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। ঘরের মাটিতে রেকর্ড টানা ১১ ম্যাচ জয় পেয়েছে ভারত। তাতে তারা ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়াকে।

বিশাখাপত্তম টেস্টের পর পুনে টেস্টেও দুর্দান্ত জয়ে সিরিজটাও আগেভাগে জিতে নিয়েছে ভারত। ইনিংস ও ১৩৭ রানের জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। 

তৃতীয় দিনেই সফরকারী প্রোটিয়াদের ফলোঅনে ফেলে ভারত। সেই ফলোঅন এড়াতে পারে ফাফ ডু প্লেসিসের দল। রোববার (১৩ অক্টেবর) দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে গেছে ১৮৯ রানে। চতুর্থদিন দ্বিতীয় ইনিংস শুরু করেই বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১ রানে এইডেন মার্করামকে (০) হারায় তারা। উমেশ যাদব বেশিক্ষণ ঠিকতে দেননি থিওনিস ডি ব্রুইনকেও (৮)। দলের বিপর্যয়ের মুখে হাসেনি ডু প্লেসিসের (৫) ব্যাটও।

চাপ কিছুটা সামলানোর চেষ্টা করে ডিন এলগার ও টেম্বা বাভুমার। এলগারকে (৪৮) ফিফটি বঞ্চিত করেন রবিনচন্দ্র অশ্বিন। এর পরপরই রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হোন কুইন্টন ডি কক (৫)। বাভুমাকেও (৩৮) ফেরান জাদেজা। মুতুসামিকে আউট করেন মোহাম্মদ শামি। 

হারের মুখে দাঁড়িয়ে শেষদিকে প্রথম ইনিংসের মতো এবারও লড়াই করেন ভারনন ফিল্যান্ডার। এবারও তাকে সঙ্গ দেন মহারাজ। দু’জনের ৫৬ রানের জুটি ভাঙেন যাদব। ফিল্যান্ডার ফিরেন ৩৭ রানে। কাগিসো রাবাদেও তুলে নেন যাদব। শেষ উইকেট হিসেবে ২২ রানে জাদেজার এলবিডব্লিউর ফাঁদে পড়েন মহারাজ। 

প্রথম ইনিংসে ২৭৫ রান করে তৃতীয় দিন শেষ করেছিল প্রোটিয়ারা। কোহলির ডাবল ও মায়াঙ্ক আগরওয়ালের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৬০১ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত।

এই নিয়ে ঘরের মাটিতে রেকর্ড টানা ১১ (২০১২/১৩-চলমান) জয় পেলো ভারত। আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ২০০৪-২০০৮/০৯ সালে ১০ বার এবং ১৯৯৪/৯৫-২০০০/০১ সালে ১০ করে ঘরের মাটিতে টানা টেস্ট জিতে অজিরা। ১৯৭৫/৭৬-১৯৮৫-৮৬ সালে ৮বার জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। 

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কোহলি। টিম ইন্ডিয়া অধিনায়ককে হাতছাতি দিচ্ছে আরেকটি রেকর্ডও। ৫০ টেস্টে নেতৃর্ত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে আর ৫টি টেস্ট জিতলে রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলবেন কোহলি। ৩০ টেস্ট জয় নিয়ে তিনি আছেন তিনে। অধিনায়ক হিসেবে পন্টিং জিতেছেন ৩৫ টেস্ট। ৩৭ টেস্ট জয়ে শীর্ষে আছেন স্টিভ ওয়াহ। অধিনায়ক হিসেবে ২৭টি টেস্ট জিতে চারে ভিভ রিচার্ডস। 

বরগুনার আলো