• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বরগুনায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে সাধারণ মানুষ

বরগুনার আলো

প্রকাশিত: ২০ মে ২০২০  

গতকাল মঙ্গলবার দিনভর ফাঁকা থাকার পর রাত থেকে বরগুনার আশ্রয়কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছে সাধারণ মানুষ। শুধু মানুষ নয় সঙ্গে নিয়ে আসছেন তাদের গবাদি পশুসহ মূল্যবান জিনিসপত্রও। বরগুনার বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে ও খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

বরগুনার পশ্চিম গোলবুনিয়া শিশু-কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সন্ধ্যার পরপরই এই আশ্রয়কেন্দ্রে সাধারণ মানুষ আশ্রয় নেয়া শুরু করেছেন। ইতোমধ্যেই আশ্রয়কেন্দ্রে শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন।

সদর উপজেলার পোটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দেখা যায়, বৃদ্ধ, নারী ও শিশুসহ এই আশ্রয়কেন্দ্রে অর্ধ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন।

বরগুনার পাথরঘাটায় কর্তব্যরত অবস্থায় রয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তিনি বলেন, পাথরঘাটা উপজেলার বলেশ্বর, বিশখালী এবং বঙ্গপোসাগর তীরবর্তী এলাকার সাধারণ মানুষ সন্ধ্যা থেকেই আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছেন। ইতোমধ্যেই এ উপজেলার আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয়প্রার্থীদের ভিড় জমেছে।

তিনি আরও বলেন, এ উপজেলায় যারা এখনও আশ্রয়কেন্দ্রে আসেননি আমরা তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। এছাড়াও আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছি আমরা।

বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, জেলার অন্য ঝুঁকিপূর্ণ উপজেলার মধ্যে এই উপজেলাটি অন্যতম। সন্ধ্যার পরপরই গবাদিপশু নিয়ে এলাকার সাধারণ মানুষ নির্ধারিত আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছে। তারপরও উপজেলার সব মানুষকে নিরাপদ স্থানে নেয়ার জন্য আমরা এখনও প্রচারণা অব্যাহত রেখেছি।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার মো. জাকির হোসেন মিরাজ বলেন, বরগুনার প্রায় সব আশ্রয়কেন্দ্রেই সাধারণ মানুষ আশ্রয় নেয়া শুরু করেছে। জেলায় আমাদের প্রায় ৭ হাজার কর্মী এখনও কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, জেলার সকল মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ৬১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়াও জেলার সকল ভবনগুলো আশ্রয়কেন্দ্রের অন্তর্ভূক্ত রয়েছে।

ইতোমধ্যে যারা আশ্রয়কেন্দ্রে এসেছেন তাদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা যারা উপেক্ষা করবে, তাদের খুঁজে বের করে ধরে ধরে আশ্রয়কেন্দ্রে নেয়া হবে।

বরগুনার আলো