• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ট্রাস্ট করে ভাষা সংরক্ষণ-উন্নয়নের উদ্যোগ, হচ্ছে আইন ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা ৭ মার্চের ভাষণ মানুষকে উদ্বুদ্ধই করেনি, স্বাধীনতাও এনে দিয়েছে

বরগুনায় ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বরগুনার আলো

প্রকাশিত: ১০ জুন ২০২০  

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার ১০০ জন বীর মুক্তিযোদ্ধার স্মৃতিকথা নিয়ে প্রকাশিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রকাশনা ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। আজ সকাল ১১টায় বরগুনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিববর্ষ উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশিত এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বরগুনা-০১ আসনের এমপি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

বরগুনা জেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে প্রকাশিত এই গ্রন্থটি সম্পাদনা করেছেন বরগুনার প্রবীণ সাংবাদিক ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক চিত্তরঞ্জন শীল। এ গ্রন্থটিতে উঠে এসেছে উপকূলীয় জেলা বরগুনার মুক্তিযুদ্ধের গৌরবজ্জ্বল ইতিহাস। 

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা এ উদ্যোগের জন্য বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের এই স্মৃতিকথা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে বীর মুক্তিযোদ্ধাদের মহান আত্মত্যাগের চিত্র তুলে ধরবে। তাছাড়া মহান মুক্তিযুদ্ধের অকাট্য দলিল হিসেবেও সমৃদ্ধ করবে বাংলাদেশের ইতিহাসকে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফ হোসাইন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বরগুনা পৌরসভার মেয়র মোঃ শাহাদাত হোসেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক গোলাম সরোয়ার টুকু,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ,প্রেসক্লাব সভাপতি সঞ্জীব দাস,বরগুনাসাংবাদিক ইউনিয়নের সভাপতি  মজিবুল হক কিচলুসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্যব্যাক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর হোসেন সজল।
 

বরগুনার আলো