• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে

বর্ষায় ক্যামেরা ও লেন্সকে সুরক্ষিত রাখার উপায়

বরগুনার আলো

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০  

অনেকেই আছেন ছবি তুলতে পছন্দ করেন। ঝড়- বৃষ্টি মাথায় নিয়ে কিংবা জীবনের ঝুঁকি কিছুই আটকাতে পারে না তাদের। এই আত্মত্যাগী মানুষদের জন্য পালন করা হয় বিশ্ব আলোকচিত্রী দিবস। তবে শুধু ছবি তুল্লেই হবে না। যত্ন নিতে হবে ক্যামেরা এবং লেন্সের।    

চলছে বর্ষার মরসুম, স্যাঁতস্যাঁতে আবহাওয়া। অনেকেই শখে বৃষ্টির মধ্যে ছবি তুলতে ভালোবাসেন। এই সময় এমনিতেই লেদারের ব্যাগ থেকে শুরু করে ঘরের কোণ, সব জায়গাতে স্যাঁতসেঁতে ভাব। আর ক্যামেরা-লেন্স হলে তো কথাই নেই। ফাংগাসের হাত থেকে বাঁচাতে কতো কিছুই না করতে হয়। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাদের বর্ষার মরসুমে ক্যামেরার যত্ন নিয়ে কপালে ভাঁজ পড়েই থাকে। 

উপায় আছে! জেনে নিন বর্ষার সময় ক্যামেরা ও লেন্সকে সুরক্ষিত রাখবেন যেভাবে- 

ক্যামেরা বাইরে নিয়ে বেরলে তাতে ধুলাবালি লাগাটা স্বাভাবিক। তবে বাড়িতে এসে গড়িমসি করে ধুলাবালি সমেত ক্যামেরাটিকে আবার ব্যাগে তুলে রাখবেন না যেন! প্রথমে ক্যামেরাটিকে নরম, পরিষ্কার, শুকনো সুতির কাপড় দিয়ে মুছে ফেলুন। তাতে কাচ আর লেন্স দুটোই বিশেষভাবে সুরক্ষিত থাকে। এরপর ক্যামেরার ব্যাটারি খুলে ব্যাগে ভরে রাখুন।

ক্যামেরা আর লেন্স আলাদা আলাদা ব্যাগে রাখুন। ব্যাগগুলো যেন ওয়াটারপ্রুফ এবং প্যাডেড হয়। ক্যামেরা ব্যাগে রাখার সময় কাপড়ে মুড়ে রাখুন, এতে লেন্সে স্ক্র্যাচ পড়বে না।

ক্যামেরার কাচ স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া থেকে বাঁচাতে মোক্ষম দাওয়াই এই সিলিকা জেল। এই সিলিকা জেল হল সোডিয়াম সিলিকেট থেকে কৃত্রিমভাবে প্রস্তুতিকৃত সিলিকন-ডাই-অক্সাইডের একটি রূপ, যা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতিকে আদ্রর্তা থেকে বাঁচাতে বিশেষভাবে সাহায্য করে। তাই ব্যাগে অবশ্যই সিলিকা জেল রাখুন।

বাইরে গেলে ক্যামেরার সুরক্ষার জন্য রেইন প্রোটেক্টর ব্যবহার করুন। এতে এই সময় ক্যামেরা নিয়ে ভাবতে হবে না আপনাকে। আর ফোটোগ্রাফির ক্ষেত্রেও ফ্রেম ধরতে কোনো বাধা থাকবে না।

বর্ষার সময়টা স্যাঁতসেঁতে থাকার কারণে ক্যামেরার ব্যাগটিতে পোকামাকড় হতে পারে। পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে ব্যবহার করতে পারেন নানা ধরনের ইনসেক্টিসাইড। বাইরে থেকে একটু ক্যামেরার ব্যাগের গায়ে স্প্রে করে দিলেই পোকামাকড় থেকে মুক্তি!

আর ঘরে অনেকদিন থাকলে ক্যামেরা এবং লেন্সে ছত্রাকের আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে ভালোভাবে পানি বা ধুলাবালি মুছে রাখুন। অনেকদিন ব্যবহার না করলে কয়েকদিন পর পর বের করে মুছে নিন।  

বরগুনার আলো