• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ ফুটবলের পোস্টারবয় জামাল ভূঁইয়ার জন্মদিন আজ

বরগুনার আলো

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  

বাংলাদেশের ফুটবলের পোস্টারব জামাল ভূঁইয়া। পুরো নাম জামাল হ্যারিস ভূঁইয়া। বাংলাদেশের ফুটবলে যেন এক টুকরো স্বস্তির পরশ তিনি। ১০ এপ্রিল লাল-সবুজের জার্সিধারী এই ফুটবল তারকার জন্মদিন। ৩১ বছরে পা রাখলেন জামাল ভূঁইয়া।

১৯৯০ সালের এই দিনে ডেনমার্কে জন্মগ্রহণ করেছিলেন জামাল। শৈশব-কৈশোর কেটেছে ডেনমার্কে মা বাবার সঙ্গে। ডেনমার্কে জন্ম ও বেড়ে উঠলেও লাল সবুজের প্রতিনিধিত্ব করতে ছুটে এসেছেন বাংলাদেশে।

জামালের বাবা-মা ষাটের দশকের শেষ দিকে বাংলাদেশ থেকে ডেনমার্কের কোপেনহেগেনে বসত গড়েন। ছোটবেলা থেকে জামাল হতে চেয়েছিলেন ফুটবলার। কোপেনহেগেনে প্রথম বিভাগের দলে, কখনো বা দ্বিতীয় কিংবা চতুর্থ বিভাগের দলে ফুটবল খেলেছেন জামাল। এ ছাড়া খেলেছেন ডেনমার্কের শীর্ষস্থানীয় লিগেও।  

কিন্তু জামালের মন পড়েছিল বাংলাদেশে। লাল-সবুজের জার্সি গায়ে চড়ানোর দৃঢ়প্রতিজ্ঞা। ডেনমার্কে জন্মালেও বাবা-মায়ের মুখে শোনা প্রিয় বাংলাদেশ যেন তার আত্মায় গেঁথে যায়। শেকড়ের টান ভোলেননি তিনি। তাই স্বপ্ন বুনে গেছেন বাংলাদেশ দলের জার্সি গায়ে জড়ানোর। সে লক্ষ্যেই ২০১১ সালে জামাল ভূঁইয়া আসেন জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে। কিন্তু শুরুতে এখানকার কন্ডিশন ও ফুটবল মাঠের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি জামাল। তবে সুযোগ মেলে ২০১৩ সালে। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের হাত ধরে। এরপর নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে নজর কাড়েন তিনি। অনেকের চোখেই তিনি ছিলেন বাংলাদেশের সেরা খেলোয়াড়।

এরপর ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করে। কিন্তু সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জামাল ভূঁইয়া।

তবে দুভার্গ্যবশত ১৭ বছর বয়সেই থেমে যেতে পারত ফুটবলার জামালের জীবনের গতিপথ। ডেনমার্কে দুর্বৃত্তদের গোলাগুলির মধ্যে পড়ে চারটি গুলি লেগেছিল জামালের! তবে সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি।

জামাল বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি ২০২০–২১ মৌসুমে, তিনি দেশের গণ্ডি ছাড়িয়ে কলকাতা মোহামেডানের হয়েও লিগ খেলেছেন।

 

বরগুনার আলো