• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ট্রাস্ট করে ভাষা সংরক্ষণ-উন্নয়নের উদ্যোগ, হচ্ছে আইন ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

‘বাহুবলী’র প্রভাস এবার রাবণ

বরগুনার আলো

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৯  

দক্ষিণ ভারতের ব্লকবাস্টার ছবি ‘বাহুবলী’। এই সিরিজের দুই ছবির পৌরাণিক চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা ‘রেবেল স্টার’ প্রভাস। এরপর হিন্দি ছবিতেও সবর উপস্থিতি। কয়েক দিন আগে শোনা গেল হিন্দিতে একটি রোমান্টিক প্রেমের ছবি করতে যাচ্ছেন। এবার শোনা গেল ‘রামায়ণ’ নিয়ে তৈরি করা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ‘সাহো’ অভিনেতা প্রভাস।

প্রায় দুই বছর বিরতির পর প্রভাস সম্প্রতি বড় বাজেট হিন্দি ছবি ‘সাহো’ নিয়ে ফেরেন পর্দায়। তবে হাল আমলের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির সাড়া মোটামুটি। দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়াও মিশ্র। ৩৫০ কোটি রুপি বাজেটের ছবিটির আয় প্রায় ৫০০ কোটি ছুঁই ছুঁই। তিন সপ্তাহে ধরে চলা ছবিটির হিন্দি ভার্সন বেশ সাড়া ফেললেও তেলেগুসহ অন্য ভার্সনগুলো সাড়া ফেলতে পারেনি। তবে এরই মধ্যে জানা গেল, আবারও প্রভাস হিন্দি ছবিতে।

রামায়ণ’ ছবিতে একসঙ্গে দেখা যাবে প্রভাস, হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। দঙ্গল’-এর সাফল্যর পর তিন বছরের অপেক্ষা। এরপরই সম্প্রতি ‘ছিছোরে’ ছবি দিয়ে ফিরেছেন নীতিশ তিওয়ারি। ছবিটি ক্যাম্পাসের জীবন নিয়ে। তরুণ বয়সে সাত বন্ধু একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং পড়তেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়েছে, তা-ই দেখা যাবে সিনেমায়। বক্স অফিস বেশ ভালোই মাতিয়ে রেখেছেন নীতিশ তিওয়ারি ছবিটি। ‘ছিছোরে’ ছবির সাফল্যের পর এবার পরিচালক নীতিশ নতুন ছবি নিয়ে আসছেন। আর এতে বলিউড সম্ভবত অন্যতম ব্লকবাস্টার ছবি পেতে চলেছে। এবার বলিউড পর্দায় আসছে ‘রামায়ণ’। আর মাল্টি সুপারস্টাররা থাকায় এ ছবি ঘিরে এখন থেকেই চলছে আলোচনা। আলোচনা ছবিতে কোন কোন অভিনেতা-অভিনেত্রী থাকছেন।

রাম হৃতিক রোশন, সীতা দীপিকা পাড়ুকোন আর রাবণের ভূমিকায় থাকছেন প্রভাস। ‘রামায়ণ’-এ প্রভাসের ভূমিকা নায়কের শত্রু হিসেবে। রামের শত্রু রাবণ। দক্ষিণী ছবিতে নায়ক হিসেবে ঝড় তোলার পর এবার খলনায়কের চরিত্রে প্রভাস কীভাবে ধরা দেন, তা নিয়েই আপাতত আলোচনা তুঙ্গে। তবে এর আগে ‘বিল্লাহ’ নামের একটি ছবিতে অ্যান্টিহিরোর রোল করেছেন প্রভাস। অমিতাভ বচ্চনের ‘ডন’-এর রিমেক ‘বিল্লাহ’। এখন আলোচনা সব মিলিয়ে বলিউড অপেক্ষা করছে এক ব্লকবাস্টার ছবির জন্য। এখন দেখার অপেক্ষা নীতিশ তিওয়ারির ৬০০ কোটি রুপির বাজেটের ছবি ‘রামায়ণ’ কেমন করে।

বরগুনার আলো