• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বয়স ভেদে ফেসিয়াল

বরগুনার আলো

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮  

সুন্দর মুখের জয় সর্বত্র। সেক্ষেত্রে একটা সুন্দর মুখশ্রীর কথা আসে সর্বাগ্রে। গায়ের রং সাদা, কালো যাই হোক না কেন সুন্দর, সতেজ, দাগহীন, নিটোল মুখ একজনকে অপরূপা করে তোলে। কিন্তু চাইলেইতো আর এমন মুখশ্রী পাওয়া যাবেনা। তার জন্য যত্ন চাই। ত্বকের লোমকূপের মধ্যে নানা ময়লা আটকে, মরা কোষ জমে, তেল নিঃসরণ হয়ে চেহারার একেবারে বারোটা বেজে যায়। ব্লাকহেডস, হোয়াইট হেডস, ব্রণ, পিম্পলসহ নানা সমস্যায় তখন হামেশাই পর্যদূস্ত হই আমরা। তাই একটা নিদিষ্ট বয়সের পর আমাদের ত্বককে সতেজ যৌবন দীপ্ত করে তুলতে প্রয়োজন বাড়তি যত্ন আত্তি এবং পুষ্টির। এ জন্যেই সঠিক খাদ্যাভাসের সঙ্গে নিয়মিত ত্বকের যত্ন করা প্রয়োজন। আর ফেসিয়াল ঠিক এ কাজটিই করে সঠিক ভাবে ফেসিয়াল ত্বককে পুষ্টি যোগায়, ত্বকে জমে থাকা মরা কোষ দূর করে রং উজ্জল ও মসৃণ করে, ত্বককে হাইড্রেট করে। ব্লাকহেডস, হোয়াইট হেডস, পিম্পল নিয়ন্ত্রণে রাখে। এক কথায় আমাদের ত্বককে করে তোলে লাবণ্যময় এবং সুন্দর যা আমাদের একান্ত কাম্য। 

কতদিন পরপর ফেসিয়ালঃ    ত্বক পরিস্কার রাখার জন্যে ১৫ দিন পরপর ফেসিয়াল করা ভাল। আর ট্রিটমেন্ট বেজড ফেসিয়ালগুলো ৩ মাস পরপর করলে ভাল রেজাল্ট মিলবে। 

ফেসিয়ালের জন্যে বয়সঃ    আমরা অনেকেই ফেসিয়াল সম্পর্কে নেতিবাচক ধারনা পোষণ করি। আবার অনেকেরই মনে ফেসিয়াল করার বয়স সম্পর্কে নানা ভ্রান্ত ধারনা আছে। ফেসিয়াল করার মূল উদ্দেশ্য হলো ত্বক পরিস্কার করা। আর ত্বকতো সব বয়সেই পরিস্কার করা দরকার। তাই বলা যায় সব বয়সেই ফেসিয়াল করা যায়। বরঞ্চ অল্প বয়স থেকেই সচেতন ভাবে ত্বক পরিস্কার করার এ কৌশল গ্রহণ করলে বয়স হওয়ার পরও ত্বক থাকবে আকর্ষণীয় এবং সুন্দর। তবে বয়স ভেদে যেহেতু ত্বকের পরিবর্তন হয় তাই বয়সভেদে ফেসিয়ালের ধরণেও আসে তারতম্য। আজকে তাই জেনে নিন বয়সভেদে ফেসিয়ালের রকমফের গুলোঃ 

১৭-২০ বছরঃ    টিন এইজে আমাদের ত্বকে তৈলাক্ত ভাব বেশী থাকে। তাছাড়া হরমোণের প্রভাবে এ সময়ে ব্রণ/পিম্পল প্রভৃতি হয়ও বেশী। এ সময়ে কলেজ, বন্ধু-বান্ধব, খেলাধুলা প্রভৃতির জন্যে বাইরের রোদ বৃষ্টি, ধূলায় ঘোরাঘুরিও হয় বেশী। তাই এ বয়স থেকেই ত্বক পরিস্কার রাখার ব্যাপারে মনোযোগ দেওয়া দরকার। হারবাল ফেসিয়াল এ বয়সে বেশ কার্যকর। হানি, অরেঞ্জ, কিউকাম্বার, মিন্ট – এসব ফেসিয়ালগুলো এ বয়সের জন্যে পারফেক্ট।


২১-৩০ বছরঃ    ২০ বছরের পর সকলেরই ফেসিয়ালটা করা দরকার। তেমন কোন সমস্যা না থাকলে এ সময়েও হারবাল ফেসিয়াল করা যাবে। পার্ল ফেসিয়ালও অধিকাংশের জন্যে ভাল। তবে সেনসেটিভ স্কিন হলে পার্ল ফেসিয়াল এড়িয়ে চলবেন। এ বয়সে মাঝেমাঝে গোল্ড ফেসিয়াল বা পার্ল ফেসিয়াল চেহারায় আলাদা উজ্জ্বলতা ও চটক আনবে। 

৩১-৪০ বছরঃ    সাবধানতার বয়স শুরু এখান থেকেই। সাধারণত এ সময় থেকেই ত্বকের ময়েশ্চারাইজার কমতে থাকে এবং ক্রমশ নানা সমস্যা বাড়তে থাকে। তাই খুব যত্ন এবং সাবধানতার সঙ্গে এ সময় এমন ফেসিয়াল করতে হবে যেন ত্বক প্রপারভাবে ময়েশ্চারাইজার পায়। ফ্রুট ফেসিয়াল এ বয়সে দারুণ কার্যকর। তাছাড়া অ্যান্টি অক্সিড্যান্ট/অ্যান্টি রিঙ্কল ফেসিয়ালও ত্বকের যত্নে কার্যকরী ভূমিকা রাখবে। তাই বেছে নিতে পারেন এগুলো থেকে যে কোনটা। 


৪১-৫০ বছরঃ    এই সময়ে আমরা ক্রমশ এগিয়ে যাই প্রৌঢ়ত্বের দিকে। অনেকেরই চেহারায় কালো কালো ছোপ পড়তে থাকে। অন্যান্য সমস্যাগুলোও প্রকট আকার ধারণ করতে থাকে। তাই এখন সময় বিশেষ সাবধানতার। বিশেষজ্ঞর কাছ থেকে সমস্যা অনুযায়ী ফেসিয়াল ঠিক করে নেওয়া ভাল। অ্যান্টিরিঙ্কেল, চকলেট ফেসিয়াল, থার্মোহার্ব ফেসিয়াল এগুলো এসময় ভাল কাজ করবে। 

৫১ উর্দ্ধঃ    জীবনের অনেকটা সময় পার হয়ে এসেছেন ইতিমধ্যে। এ সময় তাই শরণাপন্ন হোন বিশেষজ্ঞদের। ত্বকের ধরণ এবং সমস্যা অনুযায়ী তাদের দেওয়া  পরামর্শমত ত্বকের যত্ন নিন। ভাল থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন সব বয়সেই।          

বরগুনার আলো