• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মাঠে গড়ালো বঙ্গবন্ধু গোল্ডকাপ

বরগুনার আলো

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দিয়ে মুজিববর্ষের কার্যক্রম শুরু করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। বাংলাদেশ বনাম ফিলিস্তিনের মধ্যকার ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে মাঠে গড়ালো ৬ জাতির এ টুর্নামেন্ট। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হয় ম্যাচটি।

জয় দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরু  করতে চান বাংলাদেশ কোচ জেমি ডে। বাংলাদেশ দলের কোচ বলেন, নিজ দেশের সমর্থকদের উপস্থিতিতে উদ্দীপ্ত হয়ে ফিলিস্তিনিদের চাপ মোকাবেলা করে একটি ভাল সুচনা করতে পারলে সবার আগেই সেমি-ফাইনালে খেলার পথ সুগম হবে লাল-সবুজ জার্সিধারীদের। জেমি আরো বলেন, ফিলিস্তিন দলকে হারানো বেশ কঠিন হবে। তবে এই চ্যালেঞ্জ গ্রহনের জন্য প্রস্তুত তার শিষ্যরা। 

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে এই টুর্নামেন্টের শিরোপা উপহার দিতে চায় তার দল। 

এদিকে এবারো শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ফিলিস্তিন দলের প্রধান কোচ মাকরাম দাদুব। তিনি বলেন তার দলটি চ্যাম্পিয়ন, এবারো তারা সেটি অক্ষুন্ন রাখতে চায়। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে বাংলাদেশ ও বুরুন্ডি ছাড়া অন্যদের ব্যাপারে কোন ধারনা নেই তার।

প্রথমবারের মত জাতীয় দলের প্রতিনিধিত্ব করা ফিলিস্তিন স্কোয়াডের গুরুত্বপুর্ন সদস্য মোহাম্মদ দারউইশ বলেন, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই তারা এখানে এসেছেন।

স্বাগতিক বাংলাদেশ আগামী ১৯ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লীগ পর্বে একে অপরের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দু’টি দল শেষ চারে খেলবে। গত আসরে টুর্নামেন্টের শিরোপা লাভ করেছিল মধ্যপ্রাচ্যের দল ফিলিস্তিন।

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের হয়ে ফিলিস্তিন ও শ্রীলংকার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ‘বি’ গ্রুপ থেকে টুর্নামেন্টে অংশ নিবে বুরুন্ডি, মরিশাস ও সিসেলস।

বরগুনার আলো