• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মারিয়াদের আসল লড়াই শুরু আজ

বরগুনার আলো

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের খেলোয়াড়রা আজ পরীক্ষা দেবেন। ফুটবলের পরীক্ষা। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা আজ থাইল্যান্ডের চুনবুরীতে শুরু হচ্ছে।

এশিয়ার সেরা আট দেশ এই লড়াইয়ের মঞ্চে। ‘এ’ গ্রুপে থাইল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ। ‘বি’ গ্রুপে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং ভিয়েতনাম। আজ প্রথম দিনে থাইল্যান্ড সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ও থাইল্যান্ড মুখোমুখি হবে।

এশিয়ার সেরা এই আট দেশ এবার চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। ১৫-২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছোটদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। এশিয়ার আট দেশ হতে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ফুটবলে খেলার টিকিট পাবে। স্বাগতিক ভারত সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। বাংলাদেশ এশিয়ার সেরা আট দেশের একটি হলেও জাপান, অস্ট্রেলিয়া, উত্তর দুই কোরিয়াকে টপকে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের মতো বড়ো আসরে খেলার সুযোগ কম। কিংবা নেই বললেই চলে। কারণ এধরনের আসরে উত্তর কোরিয়া বর্তমান চ্যাম্পিয়ন। তাদের তিন বারের ট্রফি। দক্ষিণ কোরিয়া, জাপানও চ্যাম্পিয়ন হয়েছে। অস্ট্রেলিয়া চতুর্থ হয়েছে। চীনের ঘরে আছে রানার্সআপের ট্রফি। এই গ্রাফটায় চোখ রাখলে সহজেই বুঝা যায় বাংলাদেশের অবস্থানটা কি। গ্রুপ থেকে বিদায়। এবারও তাই হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। আরো একটি তথ্য রয়েছে, মেয়েদের ফুটবল র্যাংকিংয়ে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড ৩৯ নম্বরে, জাপান ১১ নম্বরে, অস্ট্রেলিয়া ৮ নম্বরে এবং বাংলাদেশের স্থান ১৩০ নম্বরে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে এই হলো বাংলাদেশের অবস্থান। গতবার যখন এই আসরে খেলেছিল বাংলাদেশ তখন ৩ ম্যাচে ১৫ গোল হজম করেছিল।

এবারের আসরে খেলতে গিয়ে বাংলাদেশকে প্রথম দফায় ঢাকায় দ্বিতীয় দফায় মিয়ানমারে খেলতে হয়েছিল। দুটোতেই বাংলাদেশ সেরা পারফরম্যান্স করে মূল পর্বে উঠেছে। সব মিলিয়ে ১৬ মাস প্রশিক্ষণে রয়েছে কোচ গোলাম রাব্বানী ছোটনের বাংলাদেশ। আগের এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলা দল হতে এবার ১২ জন ফুটবলার বর্তমান দলে রয়েছেন। অভিজ্ঞতায় খুব একটা পিছিয়ে নেই। তারপরও জাপান, অস্ট্রেলিয়ার মতো দলকে হারানো অনেকটাই অসম্ভব। আঁখি, নাজমা, তহুরা, মাহমুদা, মারিয়া, মনিকারা ব্যাংককে গিয়ে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলে শহরের বাইরে চুনবুরীতে মূল ভেন্যুতে গেছে মেয়েরা। খেলোয়াড়দের আত্মবিশ্বাস তুঙ্গে। মাঠে নেমেই হেরে যাবে না এমন শপথ নিয়েই লড়াই করবে। তুলনায় থাইল্যান্ড কম শক্তি হলেও বাংলাদেশের জন্য একটি সম্ভাবনার ম্যাচ আজ। অস্ট্রেলিয়ায় প্রচণ্ড ঠান্ডার সময় তারা নিজ দেশের বাইরে গরমের মাঠে অনুশীলন করেছে থাইল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে।

গতকাল সংবাদ সম্মেলনে থাই কোচ জানিয়েছেন তারা বাংলাদেশের কাছ থেকে পুরো তিন পয়েন্ট তুলে নিতে চান। হুংকার দিয়েছেন জিতবেন। বাংলাদেশ কোচ ছোটন জানিয়েছেন, নিজেদের সেরা পারফরম্যান্স দেখবে এশিয়ার ফুটবল।

বরগুনার আলো