• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ট্রাস্ট করে ভাষা সংরক্ষণ-উন্নয়নের উদ্যোগ, হচ্ছে আইন ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ২৩৫ বছরের রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত নিনা আহমেদের

বরগুনার আলো

প্রকাশিত: ১১ জুন ২০২০  

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে দেশটির ২৩৫ বছরের ইতিহাস ভেঙে রেকর্ড গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিনা আহমেদ। অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে তিনি নারী অডিটর জেনারেল পদে ব্যাপক ভোটের ব্যাবধানে জয়ী হয়েছেন।

শ্বেতাঙ্গ অধ্যুষিত এ অঙ্গরাজ্যে একজন অশ্বেতাঙ্গ, মুসলিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে নিনা আহমেদের বিজয় সেখানে বেশ হইচই ফেলে দিয়েছে। তার বিজয় দেশটিতে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনে জড়িতদের বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

তবে নিনা আহমেদের এ বিজয় মোটেও সহজ ছিল না। পেনসিলভানিয়ায় ডেমোক্রেট দলের রাজনীতির নিয়ন্ত্রক ডেমোক্রেট শ্বেতাঙ্গদের প্রচণ্ড বিরোধিতা কাটিয়ে উঠতে হয়েছে তাকে। একই সঙ্গে অঙ্গরাজ্যের বড় বড় নেতাদেরও বিরোধিতার মুখে পড়তে হয় এ মুসলিম নারীকে।

নিনা আহমেদের বিজয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে রাজ্যের অনগ্রসর কমিউনিটির নানা শ্রমিক সংগঠন। তিনি দীর্ঘদিন ওইসব শ্রমিকদের সঙ্গে কাজ করেছেন। তাছাড়া বিজয়ী হলে কর্মস্থলে নারী নির্যাতন প্রতিরোধের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তা দারুণ ফল দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অডিটর জেনারেল পদে নির্বাচন অনুষ্ঠিত হয় ২ জুন। সব ভোট গণনা শেষে দেখা যায় তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬০ হাজার ভোটে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যাম্ব অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করার কথা রয়েছে।

নির্বাচনের পর বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিনা আহমেদ বলেন, এ বিজয় আমেরিকায় চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনে জড়িতদের বিজয়। বাংলাদেশি বংশোদ্ভূত একজন হিসেবে আমি গর্বিত।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমেরিকায় সদা সরব নিনা আহমেদ বলেন, আমেরিকায় কৃষ্ণাঙ্গসহ সংখ্যালঘুদের অধিকার আদায়ে এ বিজয় এক মাইলফলক হয়ে থাকবে।


নিনা আহমেদের নির্বাচনে অন্যতম উপদেষ্টা ছিলেন অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমেরিকার ২৩৫ বছরের ইতিহাসে বাংলাদেশিদের এ অর্জন আমাদের আরও এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।

তিনি জানান, নিনা আহমেদের নির্বাচিত হওয়া কঠিন ছিল। দলের শক্তিশালী পক্ষটি তার বিরোধিতা করেছে। নিনা আহমেদ মুসলমান, গাত্রবর্ণে শ্বেতাঙ্গ নয়। শুধু রাজ্যের অনগ্রসর জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিনের কাজের সম্পর্কের কারণেই তার এ বিজয় সম্ভব হয়েছে বলে জিয়াউদ্দিন আহমেদ উল্লেখ করেন।

এর আগে নিনা আহমেদ ফিলাডেলফিয়া নগরে ডেপুটি মেয়র, নারী কমিশন, ব্ল্যাকমেল এনগেজমেন্ট অফিস ও যুব কমিশনের তদারকি করেছেন। তিনি এলজিবিটিবিষয়ক কার্যালয়ের সঙ্গেও কাজ করেছেন। নিনা আহমেদ বারাক ওমারার উপদেষ্টা কমিশনে দায়িত্ব পালন করেছেন।

নিনার জন্ম বাংলাদেশে। ২১ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্র যান। সেখানে পরিবার নিয়ে প্রায় ৩০ বছর ফিলাডেলফিয়ায় বসবাস করছেন। সেখানে তার দুই মেয়ে সন্তানও রয়েছেন।

বরগুনার আলো