• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা

রোনালদোর রেকর্ড ভাঙবেন লেওয়ানডস্কি

বরগুনার আলো

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

এই শতাব্দীর তো বটেই, ফুটবল দুনিয়ার নানা রেকর্ডেই ক্রিস্টিয়ানো রোনালদোর নাম জড়িয়ে গেছে। নিজেকে তিনি নিয়ে গেছেন সেই উচ্চতায়। তবে একক্ষেত্রে তাকে এবার ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছে এই সময়ের আরেক গোলমেশিন রবার্ট লেওয়ানডস্কির সামনে।

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড রীতিমতো উড়ছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। তবে ইউরোপ সেরার টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগে যেন অপ্রতিরোধ্য লেওয়ানডস্কি। মাত্র ৭ ম্যাচে করেছেন ১৩ গোল। আর তাতেই আরেকটি রেকর্ড হাতছানি দিচ্ছে তার সামনে।

চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এক আসরে করেছিলেন ১৭ গোল। লেওয়ানডস্কির সামনে সুযোগ আছে সেটি ভাঙার। করতে হবে আর মাত্র ৪টি গোল।

আগামী শুক্রবার (১৪ আগস্ট) কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। ম্যাচটিতে জিততে পারলে সেমি, তারপর ফাইনাল। করোনার থাবায় সিঙ্গেল লেগের হয়ে পড়ায় এই টুর্নামেন্টের ফাইনালে গেলেও সবমিলিয়ে আর ৩ ম্যাচ খেলার সুযোগ পাবেন লেওয়ানডস্কি। তবে পোলিশ স্ট্রাইকার যে ফর্মে আছেন তাতে ৩ম্যাচে ৪ গোল করা একেবারেই অসম্ভব নয়। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে।

রাউন্ড অব সিক্সটিনে দুই পর্ব মিলিয়ে ইংলিশ জায়ান্ট চেলসিকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। এই ৭ গোলের সবকটিতেই সরাসরি অবদান আছে লেওয়ানডস্কির। প্রথম পর্বে করেছিলেন ১ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে। পরের পর্বে ৪-১ গোলে জয়ের ম্যাচে তিনি করেছেন ২ গোল, করিয়েছেন বাকি ২ গোল। সবমিলিয়ে যে ফর্মে আছেন এই স্ট্রাইকার তাতে টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলতে পারলে রোনালদোকে ছাড়িয়ে হয়তো অনেকদূর চলে যাবেন এই পোলিশ স্ট্রাইকার।

যদিও রেকর্ড নিয়ে খুব একটা ভাবনা নেই তার। চেলসিকে হারানোর পর স্কাই জার্মানের মুখোমুখি হয়ে বলেছেন, রোনালদো রেকর্ড নিয়ে ভাবছিনা। আমাদেরকে আরেকটি নকআউট ম্যাচে খেলতে হবে এবং খুবই ভালো একটা দলের বিপক্ষে লড়তে হবে। বার্সেলোনা সবসময়ই ভয়ংকর প্রতিপক্ষ এবং তাদেরকে হারিয়েই আমাদেরকে সেমিতে পৌঁছুতে হবে। সেক্ষেত্রে অন্য কিছু নিয়ে ভাবার সুযোগ নেই।

তবে দলের গোলমেশিনের ওপর চোখ বন্ধ করে আস্থা রাখতে পারেন বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিক। তিনি বলেন, ওকে নিয়ে আর কি বলবো! সব তো সে করে দেখিয়ে দিয়েছে। চলতি মৌসুমে সবমিলিয়ে লেওয়ানডস্কির গোল ৫৩টি।  

 

বরগুনার আলো