• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শান্তিপূর্ণ, সহাবস্থানের বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর সরকার!

বরগুনার আলো

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯  

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতি, অপরাধ, জঙ্গিবাদ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই কাজ করছে সরকার। সকল নাগরিকদের জন্য বাসযোগ্য শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে এই নীতি অনুসরণ করছে সরকার। দুষ্টের দমন করে সামাজিক তথা রাষ্ট্রীয় পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধ পরিকর।

এদিকে তথ্যসূত্র বলছে, সরকারের অপরাধ, দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ বিরোধী নীতির কারণে সুফল পাচ্ছে দেশবাসী। সকল ধরণের অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন দেশের সকল স্তরের মানুষ। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের এই নীতির পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করছেন তারা।

সরকারের সকল ধরণের অনিয়মের বিপক্ষে জিরো টলারেন্স নীতির প্রশংসা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম বলেন, শিক্ষা, চিকিৎসা, মানবসম্পদ ও খাদ্য নিরাপত্তা অর্জন করে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে উপনীত হয়েছে। যার স্বীকৃতি দিচ্ছে সমগ্র বিশ্ব। এতো অর্জনের পর কিছু অনিয়মের কারণে অর্জনগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিশেষ করে জঙ্গিবাদ, দুর্নীতি, অনিয়মের কারণে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছিল রাষ্ট্রীয় ব্যবস্থায়। কিন্তু বর্তমান সরকার সেই সমস্যাগুলোকে চিহ্নিত সমাধানে চেষ্টা করছে। বিশেষ করে জঙ্গিবাদ দমন ও সামাজিক শৃঙ্খলা ফেরাতে সরকারের অর্জনগুলো সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে।

তিনি আরো বলেন, জঙ্গিবাদ নির্মূলের পর দুর্নীতি বিরোধী অভিযানে ব্যাপক সফলতা ও সমর্থন পাচ্ছে সরকার। বিশেষ করে ক্ষমতাসীন দলটির অভ্যন্তরে শুদ্ধি অভিযান, দুষ্টু চক্রগুলোকে সমূলে উৎপাটন করার মাধ্যমে সরকার জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করছে। দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ, উন্নত বাংলাদেশ গড়তে সরকারের এই পদক্ষেপগুলো সত্যিই প্রশংসনীয়। শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে এই সরকারের পদক্ষেপগুলো দেশব্যাপী গ্রহণযোগ্যতা পাচ্ছে। এটি সরকারের বড় সফলতা বলা যায়।

সরকারের জিরো টলারেন্স নীতির ভূয়সী প্রশংসা করে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, মর্যাদাশীল বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি আজ দেশব্যাপী প্রশংসিত হচ্ছে। জঙ্গিবাদ, দুনীতি, সন্ত্রাসবাদ, অনিয়মের বিরুদ্ধে সরকার যে যুদ্ধ ঘোষণা করেছে, সেটি নিশ্চিতভাবে উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে। দেশের অর্জনগুলোকে যারাই বিনষ্ট করার অপচেষ্টা করবে-তাদের শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। দেশকে সুশৃঙ্খল করতে সরকারের জিরো টলারেন্স নীতিগুলোকে সাধুবাদ জানাই। ক্ষমতা যে ভোগের নয় বরং জনসেবার, সেটি প্রমাণ করেছে এই সরকার।

বরগুনার আলো