• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শৃংখলা ভঙ্গের দায়ে মিন্টুসহ চার জন বহিস্কার এলাকায় মাইকিং

বরগুনার আলো

প্রকাশিত: ১৪ জুন ২০১৯  

 

বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও যুবলীগ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টুসহ চার ইউপি চেয়ারম্যানকে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে দল থেকে আজীবন বহিস্কারের জন্য কেন্দ্রয়ী কমিটির কাছে সুপারিশ করেছে জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার রাতে তাদের দল থেকে বহিস্কারের ঘোষনা করে উপজেলায় মাইকিং করা হয়েছে।

জানা গেছে, গত ৯ মে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ভোট গ্রহন ১৮ জুন। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন  পেতে গত ১৩ মে তালতলী উপজেলা আওয়ামীলীগ বর্ধিত সভা করে। ওই সভায় চারজনের নাম প্রস্তাব করে বরগুনা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে তালিকা প্রেরন করেন।
বরগুনা জেলা আওয়ামীলীগ ওই চারজন থেকে মোঃ রেজবি-উল-কবির জোমাদ্দার, মোঃ তৌফিকুজ্জামান তনু ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি যুবলীগ সভাপতি বর্তমান বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিন্টুর নাম প্রস্তাব করে আওয়ামীলীগ কেন্দ্রিয় কার্যালয়ে তালিকা পাঠায়। কেন্দ্রিয় আওয়ামীলীগ যাছাই বাছাই কমিটি চেয়ারম্যান পদে মোঃ রেজবি-উল-কবির জোমাদ্দারকে মনোনয়ন দিয়েছেন। দলের মনোনয়ন না পেয়ে মোঃ মনিরুজ্জামান মিন্টু দলের বিদ্রোহী প্রার্থী হয়ে লড়ছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে দলের মনোনিত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। দলীর শৃংখলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে নিষিদ্ধের দাবী তুলেছেন অনেক নেতা-কর্মী। গত সোমবার তালতলী উপজেলা আওয়ামীলীগ বর্ধিত সভা করে বিদ্রোহী প্রার্থী মোঃ মনিরুজ্জামান মিন্টুকে নির্বাচনী প্রচারনা থেকে সরে দাড়ানোর জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বরগুনা জেলা আওয়ামীলীগ। ২৪ ঘন্টার মধ্যে নির্বাচনী প্রচারনা থেকে সরে না দাড়ালে তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ায় সিদ্বান্ত হয় ওই সভায়। কিন্তু জেলা কমিটির ২৪ ঘন্টার আল্টিমেটামে সারা দেয়নি মিন্টু। তিনি তার সকল নির্বাচনী কার্যক্রম চালিয়ে যান। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা কমিটি বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু, নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী, সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন আলম মুন্সি ও পচাঁকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারীকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে এনে দল থেকে আজীবনের জন্য বহিস্কারের সুপারিশ করে কেন্দ্রয়ী কমিটির কাছে পাঠায় জেলা আওয়ামীলীগ । পরে জেলা কমিটির উদ্যোগে উপজেলায় মাইকিং করা হয়।

তালতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও যুবলীগ সভাপতি বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু বলেন, বরগুনা জেলা আওয়ামীলীগ দলীয় সাংগঠনিক কার্যক্রমের বাহিরে গিয়ে নিজেদের ইচ্ছামত আমাকে বহিস্কার করেছে। আমি কেন্দ্রীয় আওয়ামীলীগ থেকে আমাকে বহিস্কারের কোন চিঠি পাইনি।
বরগুনা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম সরোয়ার টুকু বলেন, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে গত সোমবার উপজেলা আওয়ামীলীগ বর্ধিত সভায় মনিরুজ্জামান মিন্টুসহ চার ইউপি চেয়ারম্যানকে বহিস্কারের জন্য জেলা আওয়ামীলীগ কার্যালয়ে তালিকা দেয়। গত বৃহস্পতিবার ওই উপজেলা কমিটির প্রেরিত তালিকা সুপারিশ করে আওয়ামীলীগ কেন্দ্রিয় কার্যালয়ে পাঠানো হয়েছে। কেন্দ্রিয় আওয়ামীলীগ তাদের বহিস্কার করবেন। 

বরগুনার জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ জাহাঙ্গির কবির বলেন,দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু ও চার ইউপি চেয়ারম্যানকে দলের সকল পদ থেকে আজীবনের জন্য বহিস্কার করে দলীয় কেন্দ্রিয় কার্যালয় সুপারিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,তাদের দল থেকে বহিস্কারের ঘোষনা করে মাইকিং করা হয়।

 

বরগুনার আলো