• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের কার্যক্রম আজ শুরু

বরগুনার আলো

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

আজ রবিবার থেকে রোগী ভর্তি শুরু করবে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। জাতীয় বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডাঃ সামন্তলাল সেন জানান, রবিবার সকাল ৮টা থেকে এই হাসপাতালের জরুরী বিভাগে টিকেট কাউন্টারে টিকেট কেটে রোগী ভর্তির মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হবে। আগামী সপ্তাহের মধ্যে পুরো কার্যক্রম শুরু হতে পারে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবুল কালাম জানান, গত অক্টোবরে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল। তিনি জানান, উদ্বোধনের পর আমরা অগোছালো একটা পরিবেশ পেয়েছিলাম। কর্মী সঙ্কট ছিল, আরও বিভিন্ন রকমের সঙ্কট থাকায় আমরা এতদিন রোগী ভর্তি করাতে পারিনি। এখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল রবিবার থেকে আমরা ভর্তি নেব। এখন থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেই সব ধরনের সেবা পাওয়া যাবে। আগামীকাল থেকে চারটি ওয়ার্ডে একযোগে চিকিৎসা সেবা দেয়া শুরু হবে। তিনি জানান, দুটো ওয়ার্ডে পুরুষ রোগী, একটিতে নারী এবং একটি ওয়ার্ডে শিশুদের ভর্তি করা হবে। এই সপ্তাহের শেষে অপারেশন থিয়েটারও চালু হয়ে যাবে। আগামী এক সপ্তাহের মধ্যেই ইনস্টিটিউট পুরোদমে চলতে শুরু করবে। এছাড়া ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), পুরুষ এসডিইউ কেয়ার, নারী এসডিইউ কেয়ার বেডও আগামী সপ্তাহে চালু করা হবে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, এখনও ভবনটি অগোছালোই রয়ে গেছে। হাসপাতালে রোগী ও স্বজনদের সহজ চলাচলের জন্য বসানো এলিভেটরগুলো এখনও চালু হয়নি। অনেক লিফটও বন্ধ। কয়েকটি সিঁড়িতে এখনও সংস্কার কাজ চলছে। প্রথম তিনটি তলা বাদে সব তলায় এখনও ওয়াশরুম চালু হয়নি। চালু হয়নি ক্যান্টিনও। এসব ব্যাপারে ড. আবুল কালাম বলেন, ক্যান্টিন আগামীকাল থেকে খুলবে। আর লিফটগুলোতে সংযোগ দেয়া হয়নি। রোগীর ভিড় বাড়লে প্রয়োজন অনুসারে এগুলো চালু করা হবে। এছাড়া হাসপাতাল দেখভালের জন্য অনেক কর্মচারী নিয়োগ দিতে হবে। আমরা আগামীকাল থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। এ মাসের মধ্যেই বিষয়গুলো সমাধান হয়ে যাবে।

উল্লেখ্য, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে বিশ্বের সবচেয়ে বড় বার্ন হাসপাতাল হিসেবে বিবেচনা করা হয়। গত বছরের অক্টোবরে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজধানীর চানখারপুলে এক দশমিক ৭৬ একর জমিতে ৯১২ কোটি টাকা ব্যয়ে ১৮ তলাবিশিষ্ট এই বার্ন ইনস্টিটিউট নির্মাণ করা হয়। এই ইনস্টিটিউটে বার্ন ইউনিট, প্লাস্টিক সার্জারি ইউনিট এবং একাডেমিক উইং মিলে তিনটি ব্লক থাকছে। রোগীর চিকিৎসার জন্য রাখা হয়েছে ৫০০ শয্যা। এছাড়া গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসার জন্য আইসিইউ ২২টি শয্যা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার হাই ডেফিসিয়েন্সি ইউনিটে ২২টি শয্যা, ১২টি অপারেশন থিয়েটার এবং একটি অত্যাধুনিক পোস্ট অপারেটিভ ওয়ার্ড রাখা হয়েছে।

বরগুনার আলো