• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

সরকারের তৎপরতায় মানুষ করোনা সংকট মোকাবিলা করছে

বরগুনার আলো

প্রকাশিত: ৩ জুন ২০২০  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারের তৎপরতায় মানুষ করোনায় সংকট মোকাবিলা করছে। জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছে। সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়েছে। যে কারণে দেশের কোথাও খাদ্যের অভাব হয়নি।

গতকাল মঙ্গলবার (২ জুন) রাতে ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের চতুর্থ পর্বে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘করোনা সংকটে জনপ্রতিনিধিদের করণীয়’ শীর্ষক ডিজিটাল এ আলোচনার আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই।

আলোচনায় আরও অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কিশোরগঞ্জ-১ এর সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নুর লিপি এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা।

হানিফ বলেন, ‘করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে সরকারের ত্রাণের পাশাপাশি দলীয়ভাবে আমরা সারাদেশে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি। প্রত্যেকটি নির্বাচনি এলাকায় সংসদ সদস্যরা এমনকি আমাদের দলীয় পর্যায়ের নেতারা জেলা থানা সভাপতি সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদকসহ আমাদের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জনগণের পাশে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমরা খাদ্য ও নগদ অর্থ সহায়তাকরা হয়েছে। কৃষকের ধান কাটা থেকে শুরু করে হাসপাতালে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। কর্মহীন ও অসহায় মানুষের পাশে দলীয় জনপ্রতিনিধিরা সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছেন, খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। আর এ কারণেই দেশের কোথাও খাদ্যের অভাব হয়নি।’

বরগুনার আলো