• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইলাতুল কদর মানবজাতির অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনি শবে কদর রজনিতে দেশ ও মুসলিম জাহানের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর সেবা দিলে ভবিষ্যতে ভোট নিয়ে চিন্তা থাকবে না

সুবিধাবাদী চক্রে অসাড় বিএনপির রাজনীতি

বরগুনার আলো

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০  

অর্থবিত্তের লোভ ও মামলা-হামলা থেকে রক্ষা পেতে বিএনপির শীর্ষ সুবিধাবাদী নেতারা নিজেদের ইমান বিক্রি করছেন বলে মনে করছেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

তাদের দাবি, খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন দলের দায়িত্বশীল সুবিধাবাদী কিছু নেতা। যারা আন্দোলন-সংগ্রাম বা দলের সাংগঠনিক কর্মকাণ্ডে এক পা এগোলে স্বার্থের চিন্তায় দু পা পিছিয়ে যান। প্রতারক, প্রবঞ্চক ও শিক্ষিত এসব চোর নেতাদের হাত থেকে মুক্ত হতে না পারলে কোনোদিনই ঘুরে দাঁড়াতে পারবে না বিএনপি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃণমূল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, রাজনীতিতে সিদ্ধান্তহীনতা, এক হাত এগিয়ে আবার দু হাত পিছিয়ে যাওয়া যেন বিএনপির নিত্যসঙ্গী। 

তারা বলেন, প্রেসব্রিফিং, মানববন্ধন, সরকারের সমালোচনা ও বিভিন্ন মহলে অভিযোগ দেয়াই এখন বিএনপি নেতাদের মূল রাজনীতি। গত ৫ বছরের বেশি সময় ধরে দল ঢেলে সাজানো বা দল গোছানোর নামে কমিটি গঠনেই দলীয় কর্মকাণ্ড সীমাবদ্ধ রয়েছে। এই দল গোছানো এবং সাজানোর প্রক্রিয়ায় বছরের পর বছর জুড়েই ব্যস্ত থাকতে দেখা যায় নেতাদের। 

বিএনপির একটি অংশ বলছে, বিশেষ একটি মহলের সঙ্গে কারসাজি করে বিএনপিকে দল গঠন প্রক্রিয়ায় আটকে রেখেছে সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত দালাল সিন্ডিকেট।

রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্যমতে, খালেদা জিয়ার মুক্তি আন্দোলন থেকে শুরু করে সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচনসহ জাতীয় বিভিন্ন ইস্যুতে বিএনপিকে কৌশলে ব্যর্থতা মুখে ফেলে দিয়েছে দলটির একটি দালাল চক্র। 

তারা বলেন, বিশেষ একটি মহলের সঙ্গে আঁতাত করে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, দলকে শক্তিশালীকরণ প্রক্রিয়াকে ব্যাহত করছেন মির্জা ফখরুল-রিজভীদের মতো কিছু সুবিধাভোগী নেতারা। শুধু আলোচনা-বিবৃতি, মানববন্ধন করে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়াকে কৌশলে দাবিয়ে রাখা হচ্ছে। দিন শেষে প্রতারিত হচ্ছেন খালেদা ও তার দল। মুখে দলীয় নেত্রীর মুক্তি চাইলেও অন্তরে বিএনপির সুবিধাবাদীদের কথা ভিন্ন। সুবিধাবাদী চক্রের কারণে তৃণমূলেও অসাড় হয়ে পড়েছে বিএনপির রাজনীতি।

বরগুনার আলো