• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্পিনারদের জন্য প্রথম দুই সেশন গুরুত্বপূর্ণ: স্পিন কোচ ভেট্টরি

বরগুনার আলো

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে বাংলাদেশের দিবারাত্রির টেস্ট। ঐতিহাসিক এই ম্যাচ ঘিরেই বাড়তি আগ্রহ ক্রিকেটার ও সমর্থকদের মাঝে। প্রথম টেস্টে হেরে ব্যাকফুটেই আছে সফরকারিরা। তাই দ্বিতীয় টেস্টে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের। তবে কাজটা মোটেও সহজ হবে না।

বুধবার (২০ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনসে অনুশীলন করেছে বাংলাদেশ দল। ব্যাট-বলের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে তারা। অনুশীলন শেষে সংবাদিকদের মুখোমুখি হন স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টরি। তিনি জানান, গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার শিষ্যরা।
 
ভেট্টরি বলেন, ‘গোলাপি বলে দিনের বেলা খেলা স্বাভাবিক হবে। আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে ফ্লাড লাইটের আলোতে খেলা। এখানে খুব তাড়াতাড়ি সূর্য ডুবে যায়। তখনই গোলাপি বলের পার্থক্যটা গড়ে তোলার চেষ্টা করবে সবাই। ভিন্ন কিছু করার চেষ্টা করবে দুই দল। বল সুইং করবে, সেখানেই আসল লড়াইটা হবে। আমার মনে হয় তৃতীয় সেশনের খেলা বেশি গুরুত্ব পাবে।’
ছবি: বাংলানিউজপেসাররাও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে। তিনি জানান, ‘বাংলাদেশের পেস বোলাররা মুখিয়ে আছে খেলতে। এটা খুবই ইতিবাচক। সেখানে এসজি বল দিয়ে খেলা হবে, তবে অনেকের কোকাবুরা বল দিয়ে খেলার অভিজ্ঞতা আছে। আমার মনে হয় এখানকার দর্শকদের বেশ আগ্রহ আছে এই টেস্ট নিয়ে।’

তবে শুধু যে পেসাররাই সুবিধা পাবে তা নয়। উইকেট থেকে স্পিনাররাও সুবিধা পাবেন। ভেট্টরি যোগ করেন, ‘আমার মনে হয় এখানে প্রথম দুই সেশনই স্পিনারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ পেসাররা দিনের শেষ দিকে গিয়ে সুবিধা পাবে। ইন্দোরে দুই দলই স্পিনার খেলিয়েছে। স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয়। কারণ বেশির ভাগ টেস্টে স্পিনাররাই মূখ্য ভূমিকা পালন করে।’ আগামী ২২ নভেম্বর শুরু হবে ঐহিহাসিক এই টেস্ট ম্যাচটি।

বরগুনার আলো