• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

স্যানিটাইজারে ক্ষতিকর কেমিক্যাল, জরিমানা সাড়ে ১৮ লাখ

বরগুনার আলো

প্রকাশিত: ২৮ জুন ২০২০  

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট বর্তমান সংকটে সুরক্ষার বিষয়টি বিবেচনায় হ্যান্ডরাব বা হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। তবে এসব উৎপাদনের মূল উপাদান আইসোপ্রোপাইল অ্যালকোহলের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল মিথানল ব্যবহার করছে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা। এর ফলে সুরক্ষার পরিবর্তে ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও থেকে যায়।

রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে এমন নকল স্যানিটাইজার পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে আটটি প্রতিষ্ঠানকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৭ জুন) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে র‌্যাব-১০ এ অভিযান চালায়।

এ সময় প্রায় ৪ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড রাব , ৫০ কেজি ওজনের ১৪ টি ড্রামে খোলা হ্যান্ড স্যানিটাইজার এবং দুই হাজার লিটার লিকুইড হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।

আক্তারুজ্জামান জানান, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড রাব তৈরিতে ব্যবহার আইসোপ্রোফাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। যা শরীরের জন্য ক্ষতিকারক নয় বরং জীবাণুনাশক।

কিন্তু একটি অসাধু চক্র শরীরের জন্য ক্ষতিকারক ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল মিথানল এবং বিষাক্ত রং ব্যবহার করে এসব স্যানিটাইজার ও রাব তৈরি করছে। যেসব সামগ্রী জীবাণুনাশক হিসেবে কাজ করে না, বরং এসব ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়।

নকল হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড রাব তৈরি মজুদ ও বিক্রির অভিযোগে লক্ষ্মী পারফিউমারির মালিক জনিকে দুই লাখ টাকা, কামাল পারফিউমারি ও কেমিক্যালের মালিক মো. কামাল হোসেনকে পাঁচ লাখ টাকা, দীন পারফিউমারির মালিক তাজুল ইসলামকে ৫০ হাজার টাকা, সুমি এন্টারপ্রাইজের মালিককে দুই লাখ টাকা, আজতারা পারফিউমারির মালিক শামসুল ইসলামকে এক লাখ টাকা, জসিম পারফিউমারির মালিক মো. সেন্টুকে এক লাখ টাকা, দি বোরহান পারফিউমারি মালিক আব্দুর রহমানকে ছয় লাখ টাকা, বোরহান পারফিউমারি হাউসের মালিক মোহাম্মদ রেজাউলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সর্বমেট নয়টি মামলায় আটটি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়। আরেকটি প্রতিষ্ঠান কামাল কেমিক্যালসের মালিক মোস্তফা কামালকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই প্রতিষ্ঠানের ম্যানেজার আবু কাওসারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি প্রতিষ্ঠান দু’টিকে সিলগালার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।

বরগুনার আলো