• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

বরগুনার আলো
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১১ বছরে দশগুণেরও বেশি বেড়েছে মসলা রপ্তানি

বরগুনার আলো

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

মসলা জাতীয় ফসলের রপ্তানি ক্রমাগত বেড়ে চলেছে। বিগত ১১ বছরে রপ্তানি হয়েছে সাড়ে ৫ লাখ মেট্রিক টনেরও বেশি মসলা জাতীয় ফসল। এসব মসলা ফসলের মধ্যে রয়েছে হলুদ, কালিজিরা, রসুন, তেজপাতা, গুড়া মসলা, মরিচের গুড়া, হলুদের গুড়া, ধনিয়া, অন্যান্য, লবণ, জিরা, এলাচ, বিরিয়ানি মসলা, কারি পাউডার, গারলিক পাউডার, মিক্স মসলা, কালিজিরা গুড়া, কিউমিন পাউডার, হোলি ইস্পিসেস, শুকনা হলুদ, বোরহানি পাউডার, কাবাব মসলা, জিনজার পাউডার, রাইস ব্রান পাউডার, পানির পাত্র, রাইস ব্রান ওয়েল কেক, বিটেল ভিনি, ম্যাগিস্যুপ, চাউলের গুড়া, রাইস ব্রান ওয়াক্স, হালিম মিক্স, পটেটো ফ্লাওয়ার, বেসন, হিমায়িত খাদ্য, হিমায়িত রুটি বা হিমায়িত মিষ্টি, হিমায়িত সিঙ্গাড়া, সমুচা, পুরি ও রোলস।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইং এর পরিচালক কৃষিবিদ ড. মো. আজহার আলী জানান, গত ২০০৮-০৯ থেকে ২০১৮-১৯ ইংরেজি পর্যন্ত ১১ বছরে প্রায় ৫ লাখ ৫৫ হাজার ৬৮৩ মেট্রিক টন মসলা জাতীয় ফসল রপ্তানি হয়েছে। আগের চেয়ে গত ২ বছরে সামান্য কমলেও বাকি সময়ে মসলা রপ্তানি ক্রমাগতভাবে বেড়েছে।
২০০৮-০৯ অর্থবছরে দেশ থেকে মসলা জাতীয় ফসল রপ্তানি হয়েছিলো আট হাজার ৭১০ দশমিক ২৪৬ মেট্রিক টন। যা ক্রমাগত বেড়ে ২০১৬-১৭ অর্থবছরে দাঁড়ায় এক লাখ ৮ হাজার ৪২৩ দশমিক ৬৮৩ মেট্রিক টন। তবে তা কিছুটা কমে গত ২০১৮-১৯ ও ২০১৭-১৮ অর্থবছরে মসলা রপ্তানি হয় এক লাখ ২ হাজার ৪৬০ দশমিক ৩৬৮ মেট্রিক টন ও এক লাখ ৪ হাজার ৬১৮ দশমিক ৬৩৩ মেট্রিক টন।
এছাড়া এদেশ থেকে মসলা রপ্তানি হয় ২০০৯-১০ অর্থবছরে ১১ হাজার ৮৭৬.৩৮৬৯ মেট্রিক টন, ২০১০-১১ তে ১৬৭০৬.৫১৮৮৯ মেট্রিক টন, ২০১১-১২ অর্থবছরে ১৮৫০৩.৫১৭১ মেট্রিক টন, ২০১২-১৩ তে ১২৪৯০.৮৫৭ মোট্রিক টন, ২০১৩-১৪ বছরে ২৩২৯৭. ২৯৩০৭ মেট্রিক টন ৭০০ গ্রাম, ২০১৪-১৫ তে ৫৭৪৯১.৬৬৪৪৭ মেট্রিক টন, ২০১৫-১৬ অর্থবছরে ৯১১০৮.৩৪৭৪৪ মেট্রিক টন ও ২০১৬-১৭ বছরে ১০৮৪২৩.৬৮৩ টন।
পরিচালক কৃষিবিদ ড. মো. আজহার আলী বলেন, পরিস্থিতি পর্যালোচনায় আশা করা যায় ভবিষ্যতে মসলা জাতীয় ফসল রপ্তানির পরিমাণ আরো বাড়বে। এটি সম্ভব হলে আয় বাড়বে দেশের বৈদেশিক মুদ্রা, হবে অনেক লোকের কর্মসংস্থান। হবে উদ্ভিদজাত শিল্পের প্রসার।

বরগুনার আলো